ভুল বানানে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা

ভুল বানানে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা

ইন্টারনেটে আমাদের প্রতিনিয়তই লিখতে হয় নানান বিষয়। ইমেইল বা ইন্টারনেটে কোনো কিছু সার্চ করতে গেলেও লিখতে হয় প্রয়োজনীয় অনেক কিছু। তবে লিখতে গেলে ভুল হয়ে গেলে তা নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান সোফো সম্প্রতি এক গবেষণায় এই তথ্য প্রকাশ করেছে। কেবল ইমেইল করতে গিয়ে ইমেইল ঠিকানার একটি ডট ভুল হলেও তা সাইবার অপরাধীদের হাতে গিয়ে পড়তে পারে আর তাতে করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হস্তগত হয়ে যেতে পারে হ্যাকারদের।

সোফো’র গবেষণায় বলা হয়, গত ছয় মাসে ১, ২০, ০০০ ভুল ঠিকানায় পাঠানো মেইলে মোট তথ্যের পরিমাণ ২০ গিগাবাইট। এগুলোর অনেকগুলোতেই গুরুত্বপূর্ণ অনেক গোপন তথ্য ছিল। ইমেইলের ঠিকানা তৈরির সময় অনেক সময় সাব ডোমেইন চিহ্নিত করার জন্য ডট ব্যবহার করা হয়ে থাকে।

এক্ষেত্রে ডট না দিলে তা সঠিক ঠিকানায় মেইলটি পাঠাতে ব্যার্থ হয়। তবে হ্যকাররা নানা কসরতের মাধ্যমে এই মেইলগুলো হস্তগত করতে পারে। গবেষকরা পরীক্ষামূলকভাবে এই ভুল ঠিকানায় পাঠানো মেইলগুলো হস্তগত করতে সমর্থ হওয়ায় এই বিষয়ে সকলের আরো অধিক মনোযোগী হবার বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যাথায় নিজের অজান্তেই হ্যাকারদের হাতে তুলে দিতে হবে নানান তথ্য।

Add Comment

Skip to toolbar