এবার আপনিও হতে পারবেন টেকটিউন্স টিউনার

আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষই সমান মেধার অধিকারী, এর মধ্যে কেউ মেধা চর্চা করে উপরে উঠে যায় কেউ বা সেইটা পারে না, কিন্তু অনেক মানুষ আছে যারা মেধা বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছে না, অনেক প্রতিবন্ধকতা অনেকেরই, অনেকের ইচ্ছা ব্লগ পোষ্ট করার, অনেকেরই অনেক রকম টেকনোলজি নিয়ে জ্ঞান রয়েছে কিন্তু শেয়ার করার মত প্ল্যাটফর্ম পাচ্ছে না হয়তো,

 

আমাদের ইচ্ছাই হচ্ছে Techtunes.com.bd কে এমন একটি প্ল্যাটফর্মে রূপ দেওয়া যেখানে সবাই যে কোন টিপস শেয়ার করতে পারবে, কারোর কোন ব্যাপার নিয়ে জানতে ইচ্ছা করলে এখানে টেক্টিউন্স ডেস্কে প্রশ্ন করে ফেলবে, যে যার সবটুকু দিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে, এমন একটা কমিউনিটি তৈরিই হচ্ছে Techtunes Team এর মূল লক্ষ্য,

 

টেকটিউন্সে টিউন করার লিঙ্কঃ পোষ্ট সাবমিট করুন এখান থেকে

[Log In ইউজার ছাড়া পোষ্ট করার অপশন পাবেন না]

 

এবার কাজের কথায় আসি, কিভাবে আপনি চাইলেই টেক্টিউন্সে পোষ্ট করতে পারবেন! হ্যাঁ আপনি চাইলেই আপনার জানা তথ্য বা টিপস আপনি টেক্টিউন্সে শেয়ার করতে পারবেন এবং আপনার লেখা সবাই পড়বে, এর জন্য আপনাকে আমাদের টিউনার হিসাবে প্রথমে Registration করতে হবে।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

প্রথম উপায়ঃ

ফেইসবুকের মাধ্যমে লগইন করাঃ  এর জন্য আপনাকে শুধু উপরের মেনু থেকে “Dashboard” এ যেতে হবে এবং সেখান থেকে “Log in” এ ক্লিক করে নিচে থেকে ফেইসবুকের আইকনে ক্লিক করে Continue করে লগইন করে নিন ব্যাস আপনার কাজ শেষ, এখন আপনি একজন টিউনার।

 

দ্বিতীয় উপায়ঃ

প্রথমেই আমাদের ওয়েবসাইটের টপ মেনু থেকে আপনাকে Dashboard খুঁজে বের করতে হবে, নিচের স্ক্রিনশট দেখুন

 

তারপর Dashboard থেকে আপনাকে সিলেক্ট করতে হবে “Become a Tuner” স্ক্রিনশট নিচে দেখুনঃ

 

তারপর আপনি দেখতে পারবেন “Create an account” লিখা আছে এবং ঠিক তার নিচেই আপনি রেজিস্ট্রেশন এর জন্য ফর্ম দেখতে পারবেন এখন সব ফিল্ড ঠিক ঠাক ইনফরমেশন দিয়ে পূরণ করুন।।

এবং পূরণ করার পর I have read and agree to this site’s Privacy Policy.  তে টিক মার্ক দিয়ে “Complete” বাটনে চাপ দিন। স্ক্রিনশট দেখুন

 

এখন আপনাকে বলবে “Check Your Email To Activate Your Account!”

তার মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই email আপনি বসিয়েছিলেন সেই ইমেইলে আমরা একটা activation কোড পাঠিয়েছি আপনাকে তাই এখন আপনাকে সেই email এ লগিন করে আপনার অ্যাকাউন্ট টা একটিভেট করে নিতে হবে শুধু,

স্ক্রিনশট দেখুন

তো চলুন আবার দেখা যাক email এ কেমন কোড গেল 😛 শুরুতেই আপনার দেওয়া সেই মেইলে লগিন করবেন এবং ইনবক্সে গেলেই আপনি দেখতে পারবেন TechTunes এর একটা ইমেইল পেয়ে গেছেন স্ক্রিনশট দেখুন

 

এবার Techtunes এর মেইলে ক্লিক করে ওপেন করে ফেলুন, ওপেন করলে দেখবেন অ্যাক্টিভেশন এর জন্য একটা লিঙ্ক পেয়েছেন সেইটাতে ক্লিক করে শুধু একটিভেট করে নিন, স্ক্রিনশট দেখুন,

 

অ্যাক্টিভেট করার স্ক্রিনশট

অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে

Your account was activated successfully! You can now log in with the username and password you provided when you signed up.

এখন লগইন বাটনে ক্লিক করে আপনার কাজ শুধু রেজিস্ট্রেশন করার সময় যেই Username এবং Password আপনি দিয়েছিলেন সেইটা বসিয়ে লগইন করা,

লগইন করা হয়ে গেলে আপনার প্রফাইল দেখতে পারবেন, এখন কিভাবে পোষ্ট পাবলিশ করবে সেইটা বলে দেই,

উপরের মেনু থেকে সবুজ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পোষ্ট লেখতে সুযোগ দেওয়া হয়েছে, স্ক্রিনশট দেখুন

এখন আপনার কাজ হচ্ছে সুন্দর করে পোস্টের শিরোনাম লেখা, পোস্টের ফুল বিবরণ লেখা, প্রয়োজনীয় স্ক্রিনশট যোগ করা, পোষ্টের ফিচার ইমেজ যোগ করা, পোষ্ট ক্যাটেগরি সিলেক্ট করা, পোষ্টের ট্যাগ যোগ করা, এবং সব কিছু ঠিক ঠাক মত হয়ে গেলে পাবলিশ করে ফেলুন,

স্ক্রিনশট দেখুন

 

ব্যাস আপনার কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে আপনার পোষ্ট দেখে রিভিউ করে যদি সব ঠিক থাকে শুধু আমরা Approve করে দেব, এতে ৫ মিনিট এর বেশি সময় লাগবে না আমাদের, তাহলে এখন থেকে আপনিও টেক্টিউন্সের একজন টিউনার হয়ে গেলেন, নিয়মিত পোষ্ট করুন, ট্রিকস শেয়ার করুন, মানুষ কে আপনার জানা কিছু শেয়ার করে উপকার করুন,

 

[যদি কেউ প্রতি সপ্তাহে ৪ টার বেশি পোষ্ট শেয়ার করে তাহলে Techtunes Community থেকে তাকে পারিশ্রমিক নয় গিফট হিসাবে সন্মানি কিছু টাকা প্রদান করা হবে 🙂 ]

16 Comments

  1. RONYHOSSAIN August 27, 2019
  2. Rumon Mahmud January 25, 2020
  3. monjhu106 April 9, 2020
  4. LOKMAN June 19, 2020
  5. MD HARUNUR Roshid July 1, 2020
  6. mostafa dewan July 9, 2020
  7. Shamim Hosen February 15, 2021
  8. Abtahi Toha March 21, 2022
  9. sffahim January 22, 2023
    • টেকটিউনস January 30, 2023

Add Comment

Skip to toolbar