আপনার ফোনের বৈধতা যাচাই করবেন যেভাবে


Warning: Attempt to read property "roles" on bool in /home/bestpeza/techtunes.tech/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4561

বিটিআরসি আগে থেকেই জানিয়ে আসছে যে মোবাইল ফোন কেনার আগে আইএমইআই কোড ব্যবহার করে ফোনটির বৈধতা যাচাই করে নিতে। এছাড়াও বিক্রেতার কাছ থেকে হ্যান্ডসেট কেনার রশিদও নিতে হবে।

মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ের জন্য –

how to check legal phone

  • মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ KYD <স্পেস> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর
  • মেসেজটি পাঠান 16002 নম্বরে।
  • ফিরতি এসএমএস এ আপনার ফোনের বৈধতা সম্পর্কিত তথ্য জানানো হবে।

check legal phone

 

IMEI কোড যেভাবে পাবেনঃ

আপনার মোবাইল ফোনের ১৫ডিজিটের আইএমইআই নাম্বার জানতে ফোনের প্যাকেটে প্রিন্টকৃত স্টিকারটি চেক করুন। এছাড়াও ফোন থেকে *#06# ডায়াল করার মাধ্যমেও ফোনের আইএমইআই কোড জানতে পারবেন।