স্মার্টফোন দিয়ে করোনা পরীক্ষা করা যাবে

স্মার্টফোন দিয়ে ঘরে বসেই করোনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা একটি প্রক্রিয়া বর্ণনা করেছেন। এই প্রক্রিয়ায় দরকার শুধু একটি বিশেষ বাক্স বানানো, আর একটি আধুনিক স্মার্টফোন। এভাবে করোনা পরীক্ষার মান, আর পিসিআর যন্ত্র দিয়ে পরীক্ষার মান একই বলে দাবি করছেন সেই গবেষকরা।

স্মার্টফোন দিয়ে করোনা পরীক্ষা করা যাবে

সংবাদমাধ্যম এনগেজেট জানায়, নতুন এই পদ্ধতিতে ‘ব্যাক্টিকাউন্ট’ নামে একটি অ্যাপ প্রথমে ডাউনলোড করে নিতে হবে। এরপরে একটি কার্ডবোর্ডের বাক্স বানিয়ে এর ভেতরে এলইডি লাইট বসিয়ে নিতে হবে। যখন টেস্ট করার প্রয়োজন পড়বে, তখন স্যালিভা স্যাম্পল নিয়ে সেটাকে টেস্ট কিটের সঙ্গে মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন: করোনা ভাইরাস নিয়ে আলোচনা

এই কিটের সঙ্গে মিশিয়ে নিলে ফোনের রিয়ার ক্যামের জন্য ভাইরাল আরএনএ-কে শনাক্ত করা সহজ হবে। ভাইরাল ম্যাটেরিয়ালের সঙ্গে স্যালিভা যোগ হয়ে মিশ্রণটি উজ্জ্বল লাল রঙে পরিণত হবে। ব্যাক্টিকাউন্ট অ্যাপ ব্যবহার করে এবং রিয়েল টাইম বিশ্লেষণ করে দেখতে হবে যে কত দ্রুত এই মিশ্রণটি লাল রঙে পরিণত হয়।

এনগেজেট জানায়, এটা মনে হতে পারে—এই স্মার্ট-ল্যাম্প টেস্টের আগে হয়তো অনেক পূর্ব প্রস্তুতির দরকার। প্রাথমিকভাবে এই কাজটি করা হয়েছে ৫০ জন উপসর্গযুক্ত এবং উপসর্গবিহীন মানুষের ওপরে পরীক্ষা চালিয়ে। তবে আপাতত এই অ্যাপটি কাজ করবে শুধু স্যামসাং গ্যালাক্সি এস৯ সেটে। এ বিষয়ে দলের প্রধান গবেষক ড. মাইকেল ম্যান জানান, এটি ঘরোয়া ব্যবহারের জন্য উপযুক্ত। তিনি আরও বলেন, ‘এটি শুধু কোভিড-১৯ পরীক্ষার জন্যই নয়, বরং এটি দিয়ে অন্যান্য ফ্লুও পরীক্ষা করা যাবে।’

আরও পড়ুন: অধিকাংশ ওমিক্রনে আক্রান্ত আগেও আক্রান্ত হয়েছিলেন