আপনার ফোনটি আসল না নকল চেক করবেন যেভাবে

মোবাইল ফোন বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেক্ট্রনিক গেজেট। মোবাইল ফোন কোম্পানিগুলো গ্রাহকদের কথা চিন্তা করে নতুন নতুন সব ফোন বাজারে লঞ্চ করছে। আর নতুন ফোন কেনার পর আমাদের অবশ্যই পরীক্ষা করে দেখে নেয়া উচিত ফোনটি আসল না নকল।

আপনার ফোনটি আসল না নকল চেক করবেন যেভাবে

যেভাবে পরীক্ষা করবেন আপনার ফোনটি আসল নাকি নকল-

১। আপনার মোবাইলে ডায়াল করুন *#০৬# আর আপনার IMEI নম্বরটি দেখে নিন।

২। যদি নতুন মোবাইল কেনার সময় চেক করতে চান তবে দেখবেন মোবাইল বক্সের এক পাশে স্টিকারে IMEI কোড দেয়া থাকে সেখান থেকে দেখে নিন।

৩। https://www.imei.info/ এই লিঙ্কে যান।

৪। বক্সে আপনার IMEI নম্বরটি লিখুন।

৫। Check এ ক্লিক করুন। আপনার ফোনটি যদি আসল হয় তবে আপনার ফোনের যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন। এটি যদি মিলে যায় তবে আপনার ফোনটি আসল। আর না মিললে তো বুঝতেই পারছেন।

ইউএইচ/

Add Comment