ব্রাউজারে নতুন ডার্ক মুড ফিচার চালু করেছে গুগল। চলতি মাসের শুরুতে ঘোষণা দিলেও সম্প্রতি তা চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। বিভিন্ন অ্যাপ ও ব্রাউজারের জন্য ডার্ক মুড নতুন কিছু না হলেও গুগলের এ মুডে নতুন কিছু আনার দাবি অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটির।
বছরখানেক আগে চালু হওয়া ডার্ক মুডের চেয়ে এবার পিচ-ব্ল্যাক অভিজ্ঞতা দেবে গুগল। মুডটি পুরোপুরি কালো নয়, বরং অনেকটা ধূসর।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাও তাদের এক প্রতিবেদনে জানায়, গুগল সার্চের এই পরিবর্তনটি প্রথম চেখে পড়ে গত বছরের ডিসেম্বরে। তখন পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পেরেছিলেন। অন্যদিকে স্মার্ট ফোনে অনেক আগে থেকেই ডার্ক মোড সুবিধা উপভোগ করতে পারছেন ব্যবহারকারীরা।