ভুয়া তথ্য প্রতিরোধে বার্তা সংস্থার সাথে কাজ করবে টুইটার

ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে শীর্ষ বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস ও রয়টার্সের সাথে কাজ করবে টুইটার। মঙ্গলবার (৩ আগস্ট) এক ব্লগ পোস্টে এ তথ্য জানায় মাইক্রোব্লগিং সাইটটি।

আলোচিত ও বেশি টুইট হওয়া ইস্যুতে টুইটারকে বিস্তারিত তথ্য সরবরাহ করবে এপি-রয়টার্স। জানানো হবে ঘটনার পেছনের তথ্যও। এর মাধ্যমে ভুল ও বানোয়াট সংবাদ প্রচার নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছে টুইটার কর্তৃপক্ষ।

ভুয়া সংবাদ শেয়ার নিয়ে দীর্ঘদিন ধরেই চাপে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সেকারণেই প্রথমবারের মতো কোনো বার্তা সংস্থার সাথে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো তারা। এতে সাইটের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে প্রত্যাশা টুইটার কর্তৃপক্ষের।

Add Comment

Skip to toolbar