জি-মেইল থেকে অপ্রয়োজনীয় মেইল ব্লক করুন খুব সহজেই

অপ্রয়োজনীয় মেইলের ভিড়ে প্রয়োজনীয় মেইলগুলো প্রায় সময়ই হারিয়ে জায়। এই সমস্যার সমাধান চাইলে এই টিউনটি আপনার জন্য।

কিভাবে করবেনঃ

এ সমস্যা এড়িয়ে যেতে আপনি ওই সমস্ত ইমেইল এড্রেসগুলোকে ব্লক করে দিবেন যেগুলো থেকে আপনাকে অপ্রয়োজনীয় মেইল

পাঠানো হয় বা স্পামিং করা হয়।

এজন্য আপনি প্রথমে জিমেইলে লগইন করে ওই ইমেইল এড্রেসটি কপি করবেন। এবার সেটিং বাটনে ক্লিক করে সেটিং অপশনে যাবেন।
এবার Filters and Blocked Addresses অপশনে যাবেন।

ক্লিক করুন Create a new filter অপশনে।

যে পপ আপ বক্সটি আসবে তার প্রথম ঘরটিতে কপি করা ইমেইল এড্রেসটি পেস্ট করুন ও Create filter with this search » এ চাপুন।

এবার Delete it অপশন চাপুন।

ব্যস এরপর থেকে ওই মেইল এড্রেস থেকে আসা সব মেইল অটোম্যাটিক ভাবে ডিলিট হয়ে যাবে।

ধন্যবাদ।

One Response

  1. Shazzad Hossain July 5, 2020

Add Comment

Skip to toolbar