জনপ্রিয় মোবাইল চ্যাটিং সফটওয়ার Warfare Chat এখন সবার জন্য উন্মুক্ত

২০০৬/২০০৭ সালের দিকে সারারাত জেগে মোবাইল এ চ্যাট করার কথা অনেকেরই মনে আছে। যখন থেকে সবার হাতে হাতে জাভা কম্পেটিবল সেট। তখন থেকেই সারাক্ষন মোবাইলের পর্দা জুরে মিগ৩৩। না এটি মিগ২৯ এর মত যুদ্ধবিমান নয় এত একটি সামান্য জাভা সফটওয়ার। কিন্তু তখন এর মাধ্যমে একটা মোবাইল যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল।

এখনকার প্রজন্মের টিনেজরা কখনোই এই মোবাইল এর কিক যুদ্ধের উন্মাদনা বুজতে পারবেনা।

আজ আমি তেমনই নতুন একটি ইনস্ট্যান্ট চ্যাট সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। তবে যারা পূর্বে Mig33 ব্যবহার করেছেন তাদের কাছে এই সফটওয়্যার পরিচিত।

Warfarechat এটি একটি মোবাইল চ্যাট সফটওয়্যার। আপাতত এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম এর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। আসুন দেখি কি কি ফিচার আছে।

# অন্যসব ইনস্ট্যান্ট মেসেঞ্জার এর মতই প্রাইভেট চ্যাট করা যায়।
# Public রুম এর চ্যাট করার সুবিধা।
# Abusive কর্মকাণ্ড প্রতিরোধের জন্য রয়েছে কিক করার সুবিধা
# রয়েছে Global Admin সিস্টেম।
# Virtual Gift

# আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে অ্যানিমেটেড অ্যাটাকিং সিস্টেম।

এখানে বিভিন্ন ধরনের অ্যাটাকিং সিস্টেম রয়েছে।

১। সুপার কিকঃ এই কিকের মাধ্যমে রুমের যেকোনো ব্যবহারকারীকে এক কিকেই রুম থেকে বের করে দেয়া যাবে।

২। মাল্টি সুপার কিকঃ এই কিকের মাধ্যমে রুমের সকল ব্যবহারকারীকে এক কিকেই রুম থেকে বের করে দেয়া যাবে।

৩। ফ্রিজঃ এই অ্যাটাকিং সিস্টেম এর মাধ্যমে রুমের যেকোনো ব্যবহারকারীর মোবাইল স্ক্রীন ফ্রিজ করে দেয়া যাবে।

৪। ডিস্কানেক্টঃ এই অ্যাটাকিং সিস্টেম এর মাধ্যমে রুমের যেকোনো ব্যবহারকারীকে চ্যাট থেকে ডিস্কানেক্ট করে দেয়া যাবে।

রয়েছে প্রটেকশন সিল্ড অর্থাৎ আপনি এসব অ্যাটাক থেকে আপনার নিজের আইডি কে সুরক্ষিত রাখতে পারবেন। এছারাও  রয়েছে আরও অনেক এক্সসাইটিং ফিচার।

আজ থেকে এর পথচলা শুরু হল। যদিও পূর্বে এটি Frenzy নামে পরিচিত ছিল। Mig33 এর মত Level সিস্টেম এখানে নেই। এখানে রয়েছে Coin সিস্টেম। যত চ্যাট করবেন তত কয়েন বারবে। এই কয়েন দিয়ে Public রুম এ কিক সহ যেকোনো গেম অ্যাটাক করতে পারবেন।

একবার ঘুরে আসতে পারেন http://warfarechat.com/

আন্ড্রয়েড অ্যাপ   https://play.google.com/store/apps/details?id=com.app.websterz.warfarechat

 

 

 

 

 

Add Comment

Skip to toolbar