ম্যাসেঞ্জারে যুক্ত হলো নতুন ফিচার গ্রুপ ইফেক্টস, জেনে নিন ব্যবহারের উপায়

ম্যাসেঞ্জারে যুক্ত হলো নতুন ফিচার

বর্তমানের ব্যস্ত জীবনের ফাঁকে নিয়মিত বন্ধুমহল ও পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। টেক্সট ম্যাসেজ কিংবা ভয়েস চ্যাট অথবা ভিডিও কল প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে অ্যাপটি। এবার ম্যাসেঞ্জারে যুক্ত করা হলো আরও একটি আকর্ষণীয় ফিচার। যাতে ভিডিও কলের অভিজ্ঞতা হবে আরও রঙিন।

ফিচারটির নাম হচ্ছে গ্রুপ ইফেক্টস

ফিচারটির নাম হচ্ছে গ্রুপ ইফেক্টস

রিপাবলিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, নতুন ফিচারটির নাম হচ্ছে গ্রুপ ইফেক্টস। এই ফিচারটি কাজ করবে ভিডিও কল ও রুম ব্যবহারকালে।

কী রয়েছে এই ফিচারে?

আসলে এটি এক ধরনের ‘এআর’ ফিল্টার। গ্রুপ ভিডিও কল কিংবা ম্যাসেঞ্জার রুমসে অন থাকার সময় প্রত্যেকে একসঙ্গে ফিল্টারগুলি ব্যবহার করতে পারবেন। প্রথম ধাপে সত্তরটিরও বেশি গ্রুপ এফেক্ট নিয়ে হাজির ফেসবুক। পরবর্তীতে এর সংখ্যা আরও বাড়বে। তবে শুধু ফেসবুকেই নয়, খুব তাড়াতাড়ি একই ফিচার ব্যবহার করা যাবে এই সংস্থারই আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও।

এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে বুঝবেন আপনার স্মার্টফোনের ফেসবুক ম্যাসেঞ্জারে এই আপডেটটি এসে পৌঁছেছে কিনা!

খুবই সহজ। ম্যাসেঞ্জার অ্যাপটি খুলে রুম অপশন থেকে একটি রুম তৈরি করুন। অথবা বন্ধুদের ভিডিও কল করুন। সকলে কল রিসিভ করলে স্মাইলি ফেস অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার সামনে ভেসে উঠবে একগুচ্ছ ইফেক্টস অপশন। সেখান থেকেই বেছে নিন গ্রুপ ইফেক্টস অপশনটিকে।

পছন্দসই ফিল্টারটিতে ক্লিক করুন। এবার দেখুন ভিডিও কলে যারা রয়েছেন, তাদের প্রত্যেকেই ফিল্টারটি ব্যবহার করতে পারছেন কিনা। তেমনটা হলেই বুঝে যাবেন, আপনিও নতুন ফিচার ব্যবহারে সফল। তাহলে আর দেরি কেন, একবার ফেসবুক ম্যাসেঞ্জার আপডেট করে রঙিন দুনিয়ায় শামিল হয়ে যান।

Add Comment

Skip to toolbar