রাশিয়ায় টিকটকের লাইভ স্ট্রিমিং ও নতুন আপলোড বন্ধ

রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও ভিডিও আপলোড বন্ধ করেছে টিকটক। রোববার এ তথ্য নিশ্চিত করেছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। খবর রয়টার্স।

গত শুক্রবার নতুন একটি গণমাধ্যম আইনে স্বাক্ষর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই আইনে ক্রেমলিনের বিবেচনায় কোনো সংবাদ ভুয়া গণ্য হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনটি নিয়ে বোঝাপড়ার চেষ্টা করছে বিভিন্ন বৈশ্বিক কোম্পানি।

রাশিয়ায় টিকটকের লাইভ স্ট্রিমিং ও নতুন আপলোড বন্ধ

গতকাল এক বিবৃতিতে টিকটক উল্লেখ করে, নতুন আইনটি বিবেচনায় নিয়ে আমাদের নিরাপত্তা স্বার্থে লাইভ স্ট্রিমিং ও নতুন ভিডিও আপলোড বন্ধ করতে হচ্ছে। তবে ইন-অ্যাপ মেসেজিং অব্যাহত থাকবে।

নিরাপত্তাকে অগ্রাধিকারের তালিকায় রেখে কবে থেকে পুনরায় সেবা চালু করতে পারি তা বিবেচনা করা হচ্ছে।

[###] এটিএম বুথে কার্ড আটকে গেলে করণীয়

মার্কিন সোস্যাল মিডিয়া কোম্পানিগুলো আগে থেকেই রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিলেও এ তালিকায় সবার শেষে যুক্ত হয়েছে চীনভিত্তিক টিকটক।

Add Comment

Skip to toolbar