ব্যক্তিগত ব্রাউজিং-এর হিস্টোরি বন্ধ করা শিখুন

আপনারা হয়ত জেনে থাকবেন যেকোন ইন্টারনেট ব্রাউজার আপনার অজান্তেই আপনার ব্রাউজিং এর বিস্তারিত হিস্টোরি সংরক্ষণ করে। এইসব হিস্টোরি অনেক ক্ষেত্রে গুরুত্বপুর্ন হলেও, অনেক অনেক ক্ষেত্রে এই ডাটা আপনার ব্যক্তিগত কাজের প্যটার্ন অন্যদের কাছে উন্মক্ত করে দেয়। তাই আপনার ব্যক্তিগত কাজ একাত্ন গোপনীয় ভাবে করতে গুগল ক্রমসহ সকল আধুনিক ব্রাউজারে প্রাইভেট ব্রাউজিংয়ের সুবিধা রয়েছে। প্রাইভেট ব্রাউজার ব্যবহার করলে ব্রাউজার আপনার কোন প্রকার হিস্টোরি রাখবে না তাই আপনার প্রাইভেসি আপনা আপনিই রক্ষা হবে। বিশেষ করে আপনি যখন কোন পাবলিক কম্পিউটার ব্যবহার করেন তখন আপনার ব্যক্তিগত কাজ যেন অন্যকেউ জানতে না পারে তাই এই ফিচারটি জানা অত্যন্ত গুরুত্বপুর্ন ।

চলুন আমরা জেনে নিই কিভাবে বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে প্রাইভেট ব্রাউজিং করা যায়ঃ

১। গুগল ক্রম – উপরে ডানপাশের থ্রি ডট মেনু হতে New Incognito window নির্বাচন করুন সেটিই প্রাইভেট ব্রাউজার।
২। মজিলা ফায়ার ফক্স-উপরে ডানপাশের থ্রি লাইন মেনু হতে New private window নির্বাচন করুন সেটিই প্রাইভেট ব্রাউজার।
৩। মাইক্রোসফট এইজ-উপরে ডানপাশের থ্রি ডট মেনু হতে New private window নির্বাচন করুন সেটিই প্রাইভেট ব্রাউজার।

প্রাইভেট উইন্ডো ব্যবহার করে ব্রাইজিং করার প্রক্রিয়াটি আরও বিস্তারিত দেখতে নিচে ভিডিওটি দেখুন।

আমরা TheTechSenses চ্যানেলটি উন্নয়নের চেষ্টা করছি, চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য আপনি আমন্ত্রিত। এছাড়াও চ্যানেলটির উন্নয়নে আপনার সহযোগিতা একাত্নভাবে কাম্য তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।

ভিডিও লিঙ্কঃ

ধন্যবাদ
TheTechSenses

Add Comment

Skip to toolbar