কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে – WhatsApp in PC

ফোনে মেসেজিং এর মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্বন্ধে জানেন না, এমন মানুষ কমই আছেন। ১ বিলিয়নেরও অধিক ব্যবহারকারী নিয়ে বিশ্বের প্রথম অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা খুবই সহজ। তবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ে এখনো জটিলতায় ভুগেন অনেক ব্যবহারকারী। চলুন জেনে নেয়া যাক, কীভাবে কম্পিউটারে বা পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন।

কম্পিউটারে/পিসিতে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের নিয়ম

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে ফোনে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। আপনি যদি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান, তবে আগে অবশ্যই আপনার ফোনে হোয়াটসঅ্যাপ একাউন্টে সাইন-ইন করে নিন।

ফোনে হোয়াটসঅ্যাপে সাইন ইন হয়ে গেলে, কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুনঃ

বোনাসঃ মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার উপায়

আপনি যদি এন্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তবে নিচের পদ্ধতিটি অনুসরণ করুনঃ

  • আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন
  • Chats ট্যাবে যান, ডানদিকের টপ কর্নারে থাকা থ্রি-ডট এ প্রবেশ করলে একটি ড্রপডাউন মেনু দেখতে পাবেন
  • উল্লেখিত মেন্যু হতে WhatsApp Web নির্বাচন করুন
  • কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন ও web.whatsapp.com সাইটে ঢুকুন
  • এরপর আপনার ফোনে প্রদর্শিত কিউ-আর কোড স্ক্যানার এর মাধ্যমে কম্পিউটারে প্রদর্শিত কোডটি স্ক্যান করুন
  • স্ক্যান সফলভাবে সম্পন্ন হলে, কম্পিউটারে আপনার ফোনে থাকা সকল চ্যাট দেখতে পাবেন। এর পাশাপাশি কম্পিউটার থেকেও ফোনের মতই ডেস্কটপ ব্যবহার করতে পারবেন।

আরও জানুনঃ ওয়েবে ভিডিও কলিং সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আপনি যদি আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে নিচের পদ্ধতিটি অনুসরণ করুনঃ

  • আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন
  • Settings ট্যাবে যান
  • WhatsApp Web নির্বাচন করুন
  • কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন ও web.whatsapp.com সাইটে ঢুকুন
  • এরপর আপনার ফোনে প্রদর্শিত কিউ-আর কোড স্ক্যানার এর মাধ্যমে কম্পিউটারে প্রদর্শিত কোডটি স্ক্যান করুন
  • স্ক্যান সফলভাবে সম্পন্ন হলে, কম্পিউটারে আপনার ফোনে থাকা সকল চ্যাট দেখতে পাবেন। এর পাশাপাশি কম্পিউটার থেকেও ফোনের মতই ডেস্কটপ ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ব্যবহারের নিয়ম

ডেস্কটপের জন্য হোয়াটসঅ্যাপ এর অ্যাপ বিদ্যমান। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে এই লিংকে প্রবেশ করুন। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপটি উল্লিখিত নিয়মেই ব্যবহার করতে পারবেন।

বোনাসঃ ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কিভাবে?

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার এর সুবিধাসমূহ

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের বহুমুখী সুবিধা রয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে, কম্পিউটার থেকেও ফাইল শেয়ার করার সুবিধা। এছাড়াও আপনার কম্পিউটারে ওয়েব ক্যাম যুক্ত থাকলে সেটি ব্যববার করে ছবি আদান-প্রদান ও করতে পারবেন। পাঠানো যাবে ভয়েস মেসেজ ও। ফোন পকেটে রেখেই হোয়াটসঅ্যাপ ব্যবহার হচ্ছে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের মূল সুবিধা।

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার এর অসুবিধাসমূহ

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ওয়েব ভিত্তিক হওয়ায় ইন্টারনেট কানেক্টেড না থাকলে কম্পিউটারের হোয়াটসঅ্যাপে পূর্ববর্তী চ্যাট দেখা সম্ভব নয়। থাকছেনা এড্রেস বুক থেকে কাউকে ইনভাইট করার সুবিধা। কম্পিউটারের হোয়াটসঅ্যাপে ম্যাপ বা লোকেশন শেয়ারিং ও সম্ভব নয়।

Add Comment

Skip to toolbar