এল ই ডি (LED) টিভি কেনার আগে জেনে নিন

টিভি আমাদের দেশে এখন একটি অতি প্রয়োজনীয় বস্তু। প্রায় প্রতিটি ঘরেই এখন টিভি আছে। এর ব্যবহার যেমন বেড়েছে, দিন দিন এর প্রযুক্তির মানও তেমন বেড়েছে। আগের যুগের সি আর টি বা প্লাজমা অথবা এল সি ডি টিভি এখন দেখা যায় না বললেই চলে। প্রায় সবাই এখন এল ই ডি টিভি দেখতে অভ্যস্ত। সময়ের সাথে সাথে এল ই ডি টিভির দামও এখন হাতের নাগালে।

আমরা যখন কোন একটি টিভি কেনার সিদ্বান্ত নেই, তখন কোন ব্যান্ডের টিভি কিনবো সেটা ছাড়াও আরো কিছু বিষয়ে সিদ্বান্ত নিতে হয় যেমন কেমন সাইজের টিভি কিনব?, রেজুলেশন কত হবে? স্মার্ট নাকি বেসিক? ইত্যাদি আরো বেশ কিছু বিষয়। নিচে তেমনই কিছু জরুরী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনি টিভি কেনার আগে একনজরে দেখে নিতে পারেন। এই ব্যাপারগুলো জানা থাকলে আপনার টিভি কেনার সিদ্বান্ত নিতে অনেক সহজ হবে।

এলইডি (LED) টিভি কেনার আগে জেনে নিনঃ

  • যারা এলইডি টিভি কেনার চিন্তা করছেন তারা নিচের সংক্ষিপ্ত কিন্তু জরুরী কিছু পরামর্শ একনজরে দেখে নিতে পারেন।
  • ভাল রেজুলেশন এবং ক্রিস্টাল ক্লিয়ার ছবির জন্য ফুল এইচডি টেলিভিশন কেনা উচিত। অর্থাৎ টিভির রেজুলেশন কমপক্ষে ১০৮০ পিক্সেল বা তার বেশি হলে ভাল।
  • আপনার টিভির রুমটি যদি যথেস্ট বড় হয় এবং আপনার একটি ভাল বাজেট থাকে তবে যতটা সম্ভব বড় টিভি কিনতে চেস্টা করুন। মুভি, খেলা বা অন্য যে কোন প্রোগ্রাম উপভোগ করার জন্য বড় টিভি সবসময়ই ভাল অভিজ্ঞতা দেয়।
  • বাজেট থাকলে স্মার্ট টিভি হবে আপনার জন্য বেস্ট অপশন। স্মার্ট টিভিতে ইনটারনেট ব্রাউজ, বিভিন্ন ধরনের এপস ইন্সটল, সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার এবং আরো অনেক অপশন থাকে যা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন।
  • আপনার টিভির সাথে যদি সেট-টপ বক্স এর পাশাপাশি সাউন্ডবার, কম্পিউটার, গেমিং কনসোল বা ক্যামেরা যুক্ত করতে চান তবে কমপক্ষে ২টি এইচডিএমআই (HDMI) পোর্টসহ টিভি কেনা উচিত।
  • স্টাইলিশ বিষয়টি ছাড়া ছবির কোয়ালিটি বা ভিউয়িং এংগেল এর ক্ষেত্রে কার্ভ (Curve) টিভির কোন এক্সট্রা সুবিধা নেই।
  • আপনি যদি খুব ভাল সাউন্ড কোয়ালিটি চান তবে অবশ্যই আপনার একটি ভাল সাউন্ডবার অথবা স্পিকার কেনা উচিত হবে। যেহেতু এলইডি টিভি কোম্পানীগুলোর প্রধান উদ্দেশ্য থাকে স্লিম টিভি তৈরী করার, তারা চাইলেও খুব হাই কোয়ালিটির স্পিকার টিভির সাথে অন্তর্ভুক্ত করতে পারে না।

Add Comment