বাঙ্গালী সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠান। শীতের মৌসুম আসলে যেন আমাদের এই অঞ্চলে বিয়ের ধুম পরে যায়! এই সময়টা বাঙ্গালী সমাজে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবার জন্য অনেক বেশি জনপ্রিয়! আমাদের সংস্কৃতিতে বিয়ের অনুষ্ঠানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ; কেননা, এখানে কেবল দুটি মানুষ নয়! দুটি পরিবারের মিলনের অনুষ্ঠান হচ্ছে একটি বিয়ের অনুষ্ঠান। আর এই বিয়ের অনুষ্ঠানকে রাঙিয়ে তোলার অন্যতম একটি উপাদান হচ্ছে, বিয়ের গান!
বিয়ের অনুষ্ঠানের অন্যতম একটি অংশ হলুদ মাখা নিয়ে, খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে হলুদের দিনের একটি গান! গানটির নাম ‘ হলুদ মাখো গায়’। গানটির লেখক মাহবুবুল খালিদ এবং সুরকার হচ্ছেন রোমান রহমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রন্টি এবং পুতুল।
গানটির লিরিক্স,
আকাশ থেকে উল্কা খসে
পড়লো দুনিয়ায়
আজকে খুশির উঠছেরে ঢল
আমার আঙ্গিনায়।
আয় রে ছুটে আয়
হলুদ মাখো গায়,
আয় রে ছুটে আয় সখীরা
হলুদ মাখো গায়॥
রাজপুত্র সাজছে রে আজ
সোনার মুকুট মাথায়,
রাজকন্যা বসে আছে
আলতা মেখে পায়।
আজ বাজছে রে ঢোল, বাজছে সানাই
সখী হলুদ মাখো গায়।
আয় রে ছুটে আয়
হলুদ মাখো গায়,
আয় রে ছুটে আয় সখীরা
হলুদ মাখো গায়॥
হলুদ মুখে হলুদ মাখো
বাড়বে রে রোশনাই,
হংস মিথুন উড়বে রে আজ
মধুচন্দ্রিমায়।
তারায় তারায় মিলবে তারা
আপন ভালোবাসায়
আয় রে ছুটে আয়
হলুদ মাখো গায়।
আয় রে ছুটে আয় সখীরা
হলুদ মাখো গায়॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।