বিয়ের আনন্দ বিয়ের গানে! ‘উঠ ছুঁড়ি তোর লাগছে বিয়ে’

বাঙ্গালী সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠান। বাঙ্গালী সমাজে বিয়ে কেবল দুটি মানুষকে নয় দুটি পরিবারকে একত্রিত করে। তাই বাঙ্গালী সংস্কৃতিতে বিয়ের তাৎপর্য বলে শেষ করবার মতন নয়! একটি বিয়ের অনুষ্ঠানে অন্যতম বিশেষ একটি উপাদান হচ্ছে বিয়ের গান। তাই বাঙ্গালী সাহিত্যের অন্যতম স্থান জুড়ে রয়েছে নানানরকম বিয়ে সম্পর্কিত গান এবং কবিতা! সম্প্রতি শীতের এই বিয়ের মৌসুমে খালিদ সঙ্গীত নিয়ে এসেছে বিয়ে নিয়ে আরও একটি গান। নতুন এই গানের নাম ‘উঠ ছুঁড়ি তোর লাগছে বিয়ে’। গানটিতে কথা ও সুর দিয়েছেন মাহবুবুল খালিদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সালমা।

গানটির লিরিক্স,

উঠ ছুঁড়ি তোর লাগছে বিয়ে
হইছে রে লগন
থামা তোর নাকি কান্না
পরীর সাজে সাজবি রে সাজন॥

কন্যা তোর মাখবো হলুদ গায়
মেহেদীতে আঁকবো নকশা
আলতা দিবো পায়।
ঠোঁট দুটি তোর করবো রঙিন
যেনো বিজলী চমকায়,
(আজ) দামান বেটা হইবে কানা
তোর রূপের ঝলকায়।
গুড়ুম গুড়ুম ফুটবে বাজি
বাজবে নিকাই গাজন।

আইলো বিয়াইন ঘোমটা পরা
বিয়াই সাহেব মাথা নেড়া
পালকি ভুলে আনলো ঠেলা
লাগলো কেওয়াস এবার সামলা।
সামাল সামাল কন্যা রিফা
হাজারে একট্টা
দেখলে তারে খইসা পড়ে
উল্কা আসমান ফাইট্টা।
দামান শুইনো দিয়া মন
পান থেকে চুন খসলেই হইবে জারি সমন॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

Add Comment

Skip to toolbar