খালিদ সঙ্গীতের ব্যানারে নতুন গান ‘ফুলের বনে ঘুমাও কন্যা’

নিত্যনতুন নানারকম গানের জন্য অন্নতম জনপ্রিয় একটি নাম হচ্ছে খালিদ সঙ্গীত। যেখানে মানুষের মনের নানারকম ভাব প্রতিনিয়ত বিভিন্ন রকম গানের মাধ্যমে ফুটে ওঠে। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে নতুন একটি গান। নতুন এই গানটির নাম ‘ফুলের বনে ঘুমাও কন্যা’। গানটির কথা এবং সুর দিয়েছেন কবি মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাবরিনা নওশীন।
https://youtu.be/SM3WAtF_R40?t=1

দারুন এই গানটির লিরিক্স,

ফুলের বনে ঘুমাও কন্যা
ফুল পাখিদের সনে
তোমায় ভালোবাসবে কন্যা
রাজপুত্র আসছে নেমে স্বর্গ থেকে মাটির ভুবনে॥

পাখির গানে ঘুমাও কন্যা
পাখির ডাকে জাগো
আঁখি খুলে দেখো কন্যা
চাঁদের আলো গো।
আকাশের তারা গুলো আসছে নেমে
তোমায় বিদায় জানাতে
ভোরের শিশির অশ্রু চোখে
কাঁদছে অঝোর ধারাতে
সাথীহারা ব‌্যথা হৃদয় কোনে॥

আজকে তুমি যাবে কন্যা
যাবে ফুল পাখিদের ছেড়ে
মেঘটা দিবে ছায়া তোমায়
দিবে বিজলি আলোরে।
বৃষ্টি তোমায় ধুয়ে দিবে
পায়ের ময়লা ধুলো
রাতের কালো করবে দূর
জোনাক দিবে আলো।
রংধনুরা এঁকে দিবে কপালের টিপ
রঙিন সিঁদুরগুলো খুশির লগনে॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

Add Comment

Skip to toolbar