প্রিয়জনের স্মরণে খালিদ সঙ্গীতের গান ‘এই তো আমার ময়না পাখি’

খালিদ সঙ্গীতের ব্যানারে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি গান। গানটির নাম ‘এই তো আমার ময়না পাখি’। খুব কাছের প্রিয়জনের বিয়োগ ব্যথা নিয়ে এই গান মনের আক্ষেপ আর চলে মানুষটির প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। গানটিতে কথা এবং সুর দিয়েছেন মাহবুবুল খালিদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন, কণ্ঠশিল্পী রাজীব।
https://youtu.be/8x1gtHzG-YE

গানটির লিরিক্স,

এই তো আমার ময়না পাখি আছে ঘুমিয়ে
শুধু খুলছে না আঁখি,
বলছে না কোনো কথা
যতোই তারে নাম ধরে ডাকি॥

সব বোকাই যাবে চলে
এইনা বিশ্ব ছেড়ে
আমার ময়না পাখি চালাক বেশি
তাইতো গেলো একটু আগে রে॥
ময়না আমার বড়ই ভাগ্যবান
সবার আগে তার মিললো পরিত্রাণ;
বাইলো না সে পাপের তরী
তার হয়নি দিতে কারেও ফাঁকি
ভিতর বাহির সমান তাহার নাই কিছু মেকি॥

যাদের কাঁধে চাপিয়ে বোঝা
আমার ময়না পাখি দিলো পাড়ি
বুঝবে এবার তারাই মজা
জাঁতাকলে করবে আহাজারি॥
কার কাঁধে বন্দুক রেখে কে ফুটাও গুলি
পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে
হও কতোই কৌশলী,
সব হিসাবই চুকিয়ে নিবে
কিছু রইবে নাতো বাকি॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

Add Comment

Skip to toolbar