শাহরুখ খানের বিলাসবহুল জীবন সম্পকে তথ্য

বলিউড বাদশা শাহরুখ খান । তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে পুরো পৃথিবী ব্যাপী তার জনপ্রিয়তা ছড়িয়েছেন। বলতে গেলে পুরো পৃথিবী সবচেয়ে জনপ্রিয় অভিনেতা তিনি। আজকে আমরা শাহরুখ খানের বিলাসবহুল জীবন সম্পকে কি তথ্য জানবো।

শাহরুখ খান ১৯৬৫ সালে দিল্লিতে জন্ম গ্রহন করেন। শাহরুখ খান ১৯৮৮সালে প্রথম কাজের জন্য দিল্লি থেকে মুবাইতে আসেন। শাহরুখ খান ভেবেছিলেন, তিনি দুই -তিন বছরের জন্য বলিউডে কাজ করবেন। তিনি কখনো ভাবেনি তিনি তার জীবনে এতটা জনপ্রিয়তা লাভ করবে। তিনি তার প্রথম কাজ টিভি সিরিয়াল দিয়ে শুরু করেন। সিরিয়ালটি খুব একটা জনপ্রিয় হতে পারেনি। তার পরেও তিনি আরও বেশ কয়েকটি সিরিয়ালের কাজ করেন।তারপর ১৯৯২ সালে প্রথম ছবি “Dil Ashna Hai” মুক্তি পায়। যা হিট হয়। তারপর ১৯৯৩ সালে শাহরুখ খানের অভিনীত “বাজিগর” ছবি মুক্তি পায়। যা বলিউডে সুপার হিট হয় এবং শাহরুখ খানের জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর ১৯৯৫ সালে শাহরুখ খান অভিনীত “দিলওয়ালে দুলহানিয়া লে জাযয়েনগে “ ছবি মুক্তি পায়, যা বলিউড রেকর্ড আয় করে এবং শাহরুখ খান সকল সিনেমা প্রেমিকদের মনে জায়গা করে নেন। তিনি তার বলিউড কেরিয়ারে সবচেয়ে বেশি হিট মুভি উপহার দিয়েছেন।

বলিউড বাদশার আয়ের পরিমাণ কম নয়, তিনি পেশায় একজন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়িক। আমরা যদি তার আয়ের পরিমাণ গুণতে বসী তাহলে ৩০০ দিন সময় লাগবে। অনেকে তাকে পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতা ভাবেন।শাহরুখ খানের সম্পদের পরিমাণ আনুমানিক 600 মিলিয়ন মার্কিন ডলার বা ৬২০০কোটি রুপি। যা পুরো বিশ্বে সর্বোচ্চ। তাছাড়া তিনি প্রত্যেক মুভির জন্য ৬০ কোটি রুপি নেন। এছাড়াও তিনি আইপিএলের কলকাতা নাইট রাইডার টিমের মালিক। যা কিনতে তিনি ৫২০ কোটি রুপি খরচ করেন, যা রানবীর কাপুর আর রানভির সিং এর পুরো জীবনে আয়ের সমান। তিনি আরও বিভিন্ন দেশের নামি-দামি প্রাপাটির মালিক। তার সম্পদের মধ্যে অন্যতম হলো ” মান্নাত“, বর্তমান মূল্য ২৫০কোটি রুপি। তাছাড়া দুবাইয়ে তার ১৭০ কোটি রুপির “দুবাই ভিলা ” রয়েছে। তাছাড়া তার কাছে রোজরয়েজ হস্ট, বিএমডব্লিউ আই এইট,বেনটিই আরজউ এবং বিএমডব্লিউ সিক্র ফিপটি আই। তাছাড়া তিনি প্রথম অভিনেতা যার কাছে ৬ কোটি রুপির বুকাটি বেরণ গাড়ি রয়েছে।


শাহরুখ খানের অর্থের সঠিক পরিমাণ হিসাব করা অনেক কঠিন। আমরা শুধু শাহরুখ খান বিলাসবহুল জীবন সম্পকে কিছু তথ্য উপস্থাপনের চেষ্টা করছি।

Add Comment

Skip to toolbar