অডিওবুক ডাউনলোড করার সেরা ৮ টি ওয়েবসাইট Free Audiobooks Download

আপনারা কি জানেন অডিও-বুক কি? হয়তো খুব কম সংখ্যক ব্যক্তিই অডিও-বুক এর সাথে পরিচিত। অডিও-বুক হলো এমন একটা বই যেটাকে আমরা শুনতে পারি। কথাটা হয়তো ঠিক মতো বোধগম্য হলো না।

চলুন স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি। আমরা সাধারণ পুস্তক গুলো থেকে নাটক, উপন্যাস ও কবিতা গুলোকে দেখে দেখে পড়তে জানি। কিন্তু বই তো আমাদের গল্প শোনাতে জানে না। হ্যাঁ তবে, এমন টা হতে পারে যে কোন ব্যক্তি আমাদের বই থেকে গল্প পড়ে পড়ে শোনাচ্ছে।

তবে আধুনিক এ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে কোন ব্যক্তিকে আর আমাদের গল্প পড়ে পড়ে শোনাতে হয় না। এখন আমাদের কাছে রয়েছে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, MP3, CD ও DVD যা আমাদের কে পুস্তকের পড়াগুলো স্বয়ংক্রিয় ভাবে শুনিয়ে থাকে। অর্থাৎ আমরা যে গল্প, উপন্যাস বা কবিতা শুনতে চাই সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রেখে দিলে যে কোন সময় সেসব আমরা শুনতে পারব।

Free Audiobooks Download

অডিও-বুক গুলো থকে গল্প, উপন্যাস, নাটক কিংবা কবিতা শুনলে অনেক আনন্দ পাওয়া যায়। অর্থাৎ সত্যি বলতে অডিও-বুক গুলো অনেকটা আনন্দের ভান্ডারের মতো যেখানে যেন আনন্দের কোন অভাব নেই। আর এখানে সহজ ও সাবলীল ভাষায় সাহিত্য উপস্থাপন করা। ফলে এসব বুঝতে কোন ব্যক্তিরই তেমন একটা অসুবিধা হয় না। আর তাইতো এখনকার দিনে সকলেই অডিও-বুক গুলো পছন্দ করতে শুরু করেছে।

তো আমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন যে, অডিও-বুক তো ভালো লাগে কিন্তু পাবো কোথায়? চিন্তা করার কোন দরকার নেই। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিনামূল্যে অডিও-বুক ডাউনলোড করার শীর্ষ ৮ টি ওয়েবসাইট। আর প্রতিটি ওয়েবসাইট এর অফিসিয়াল লিংক ও টিউনেই দিয়ে দেব ইনশাআল্লাহ। কোন সমস্যাই হবে না যদি আপনি একটি অডিও-বুক ডাউনলোড করতে চান।

আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত নানা ধরনের কাজ করে থাকে। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে বাহিরে কোথাও ঘুরতে যাই। তখন আমাদের সাথে কোন বই, উপন্যাস, কবিতা, নাটক বা সাহিত্য অর্থাৎ তেমন কিছু থাকে না। আর জীবনে অনেক সময় কোন কাজ না থাকায় আমরা বোরিং ফীল করি। তখন হয়তো আমাদের বই পড়তে ইচ্ছা জাগে। কিন্তু সমস্যা হচ্ছে কোন বই তো সাথে করে নিয়ে আসা হয়নি।

তাহলে, কি করা যায়? ঠিক এই সময়ে কাজে আসে আমাদের এই অডিও-বুক। অর্থাৎ জীবনের গল্পে এমন অনেক সময় আসবে যখন অডিও-বুকের প্রয়োজন পরবে। কিন্তু সমস্যা হচ্ছে এই অডিও-বুক সবসময় আমাদের কাছে থাকে। যদি না থাকে, তাহলে রাখার ব্যবস্থা করতে হবে।

রাখতে তো চাই কিন্তু সেটা কিভাবে? সবাইতো আর অডিও-বুক বিনামূল্যে দিচ্ছে না। আমরা ছাত্র মানুষ বই কেনার টাকা কোথায় পাই? ওয়েবসাইট গুলোও তো বই অ্যাকসেস করতে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকার পেমেন্ট চায়। এমন চিন্তাভাবনা হয়তো আপনাদের অনেকেরই মনে উঁকি ঝুঁকি দিচ্ছে।

চিন্তা কোন দরকার নাই। আমি আছি কি জন্যে? ইন্টারনেট জগতের ওয়েবসাইট গুলোর ভিতরেও এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো বিনামূল্যে অডিও-বুক অ্যাকসেসের সুযোগ দিচ্ছে। সেই সাথে এখানে থাকছে নানা ধরনের বই, আপনি চাইলে যেকোনো একটি পছন্দ করে শুনতে পারেন।

আপনি আপনার পছন্দ অনুযায়ী অডিও-বুক গুলো শুনতে পারবেন, যদি আপনি কিভাবে পছন্দের অডিও-বুক গুলো খুঁজে বের করতে হয় তা জেনে থাকেন। যেহেতু ওয়েবসাইট গুলোতে অডিও-বুক গুলো বিনামূল্যে তাই এটা নিঃসন্দেহে বলা যায় যে, বই গুলো আমাদের জন্যই উপস্থাপিত। তাই সেখান থেকে পছন্দের বই খুঁজে বের করে শোনা আমাদেরকেই শিখে নিতে হবে।

আজ আমি আপনাদেরকে ৮ টি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব, যেগুলো বিনামূল্যে অডিও-বুক ডাউনলোড করার অনুমতি দিয়ে থাকে। অর্থাৎ অডিও-বুক গুলো শোনার অ্যাকসেস দিয়ে থাকে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক ওয়েবসাইট গুলো।

অডিওবুক ডাউনলোড করার সেরা ৮ টি ওয়েবসাইট

১. Lit2Go

Free Audiobooks Download

Lit2Go হলো এমন একটা চমৎকার ওয়েবসাইট যেখানে রয়েছে অসংখ্য গল্প ও কবিতা যেগুলো MP3 ফরম্যাটে উপস্থাপিত অর্থাৎ অডিও-বুক এর সংগ্রহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করা যায়। আর এখানে অডিও ফরম্যাটের সাথে প্রতিটি গল্প বা কবিতার PDF ও দেওয়া আছে। আপনি চাইলে পড়তেও পারেন আবার শুনতেও পারেন।

আমরা Lit2Go ওয়েবসাইট প্রবেশ করেই, একদম টপে দেখতে পারবো একটি সার্চ বার। অর্থাৎ এই ওয়েবসাইটে আপনি কোন বইটি বা অডিও-বুকটি শুনতে চাচ্ছেন বা পড়তে চাচ্ছে তা খোঁজার জন্য শুরুতেই সার্চ বার দিয়ে দিয়েছে। অর্থাৎ অডিও-বুক গুলো খোঁজার জন্য দুর্দান্ত ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম একটি ওয়েবসাইট হচ্ছে Lit2Go।

সাধারণত পাবলিক ডোমেইন এর আওতাভুক্ত অডিও-বুক গুলো এই ওয়েবসাইটে সহজেই খুঁজে পাওয়া যায়। পাবলিক ডোমেইন এর আওতাভুক্ত সকল অনলাইন কন্টেন্ট কপিরাইট মুক্ত হয়ে থাকে।

ফলে আমরা কোন রকম কপিরাইট স্ট্রাইক ছাড়াই এ ধরনের বুক বা অনলাইন কন্টেন্ট গুলো ডাউনলোড ও ব্যবহার করতে পারি। সাধারণত এসব পাবলিক ডোমেইন এর আওতাভুক্ত কন্টেন্ট গুলোর কোন নির্দিষ্ট মালিক থাকে না বা এ কন্টেন্ট গুলো অনেক পুরাতন হয়ে থাকে। তাই আমরা এসব বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাই।

তাই এ ওয়েবসাইট থেকেও আমরা অডিও-বুক গুলো ডাউনলোড ও ব্যবহার করতে পারবো। আপনি যদি কোন নির্দিষ্ট লেখকের বই পড়তে ইচ্ছুক হন, তাহলে সার্চ বারে তার নাম লিখে অডিও-বুক অনুসন্ধান করতে পারেন।

আর যদি আপনি রোমান্টিক, ট্রাজেডি, রহস্যময়, ভয়ংকর ইত্যাদি যে কোন প্রকারের কোন বই শুনতে চান তাহলে আপনি Genres নামক লিংক টিতে ক্লিক করবেন। এটা ওয়েবসাইট এর শুরুতেই দেওয়া আছে। পেইজ লোড নিয়ে নতুন পেইজ ওপেন হলে আপনি সব ধরনের বই এর প্রকার দেখতে পাবেন। তারপর ইচ্ছা অনুযায়ী ডাউনলোড করে নিন বা পড়ে নিন বা শুনে নিন বইটি।

আর যদি কোন নির্দিষ্ট বই পড়তে চান, সেক্ষেত্রে সে বই এর শিরোনাম নির্ভুলভাবে টাইপ করুন সার্চ বারে। বইটি ওয়েবসাইট এ প্রকাশ করা থাকলে, অটোমেটিক আপনার সামনে চলে আসবে। তারপর অডিও-বুকটি শুনুন বা ডাউনলোড করুন সেটা নিতান্তই আপনার ব্যাপার।

যেহেতু এই ওয়েবসাইট টিতে ইংরেজিতে গল্প বা কবিতাগুলো উপস্থাপন করা অর্থাৎ ইংরেজিতে অডিও-বুক গুলো দেয়া তাই পাঠকের কাছে কোন লেখনী কঠিন লাগতে পারে। এটা পুরটাই নির্ভর করবে পাঠকের পাঠ করার সক্ষমতা বা দক্ষতার উপর। তাই এখানে সহজ থেকে কঠিন অডিও-বুক গুলো স্তরে স্তরে বিভক্ত আছে। অর্থাৎ Readability এর মাধ্যমে গল্প ও কবিতা গুলো বিন্যস্ত।

Readability এর ভিত্তিতে গল্প অনুসন্ধান এর জন্য একটা সিস্টেম অনুসরণ করে এই ওয়েবসাইট, আর তা হলো Flesch-Kincaid grading System। এটা এমন একটা পদ্ধতিত, যেখানে পাঠকের পঠনযোগ্যতার অনুমান করা হয়ে থাকে। কোন ইংরেজি প্যাসেজ পাঠ করার সক্ষমতা পরিমাপ করা হয় Flesch-Kincaid grading পদ্ধতিতে।

যেহেতু Readability এর অভ্যন্তরে Flesch-Kincaid grading পদ্ধতিতে বইগুলো সাজানো, তাই এখান থেকে সহজ ও কঠিন অডিও-বুক অনুসন্ধান করে বেঁছে নিতে পারবেন।

এখানে ১, ২, ৩, ৪ ইত্যাদি ক্রমিক সংখ্যার মাধ্যমে কাঠিন্যতার পরিমাপ দেওয়া আছে। যে সংখ্যা যত বড় তার অন্তর্ভুক্ত গল্পগুলো ততো কঠিন হবে। এখান থেকে যদি আপনি কোন গল্প বা কবিতা বেছে নেন পড়ার জন্য বা শোনার জন্য তাহলে, এখানে আপনি বেশ কিছু বিষয় জানতে পারবেন।

সেটা হচ্ছে গল্পটিতে কতটি শব্দ রয়েছে, গল্পটি কবে প্রকাশ করা হয়েছে তার তারিখ এবং Readability অর্থাৎ Flesch–Kincaid Level এর মান ইত্যাদি দেয়া থাকবে। এছাড়াও গল্পটি কি ধরনের বা গল্পটির লেখক কে তাও জানতে পারবেন। আরো নানা ধরনের প্রয়োজনীয় তথ্য আপনি এখানে পেয়ে যাবেন।

গল্পটি যদি বেশ কয়টি অনুচ্ছেদ এ বিন্যস্ত থাকে, তাহলে সেগুলোও আপনি একই পেইজ এ দেখতে পারবেন। এবং সেখান থেকে এক এক করে প্রতিটি অনুচ্ছেদ পড়তে বা শুনতে পারবেন।

এই ওয়েবসাইট এর অডিও এর পাশাপাশি লিখিত PDF ফরম্যাট ও রয়েছে। ফলে সুবিধাটি হচ্ছে অডিও কোথাও বুঝতে না পারলে PDF এ লেখনী দেখে বুঝে নেওয়া যায় যে, আসলে গল্পটিতে কি লেখা আছে সেই জায়গায়।

এছাড়া হয়তো সবসময় গল্প শুনতে ভালো নাও লাগতে পারে, তখন পড়তে পারবেন প্রতিলিপি দেখে দেখে। আসলেই সুন্দর একটি ওয়েবসাইট। আমি আশা করবো আপনি নিজে অন্তত একবার ওয়েবসাইটটিতে ঘুরে আসবেন।

Lit2Go

অফিসিয়াল ওয়েবসাইট @ Lit2Go

২. ThoughtAudio

Free Audiobooks Download

অডিও-বুক থেকে গল্প শোনার আরো একটি অন্যতম ওয়েবসাইট হলো ThoughtAudio। এই ওয়েবসাইটটির ও কিছু নিজস্ব ইউনিক বৈশিষ্ট্য আছে যা আপনার ভালো লাগতে পারে। এই ওয়েবসাইটে প্রবেশের সাথেই আপনি দেখবেন, বড় বড় থাম্বনেইল দেওয়া কতোগুল অডিওববুক যা শিরোনাম সহ তালিকায় উপস্থাপিত।

প্রতিটি বইয়ের নামের নিচে বইটির লেখকের নাম দেওয়া আছে। যে লেখকের বই বা যে শিরোনামের বইটি পড়তে চান তা, স্ক্রল করে খুঁজে বেড় করুন। তারপর সেই নির্বাচন করা থাম্বনেইল বা শিরোনামের উপর ক্লিক করুন আর শুনে নিন অডিও-বুকের গল্পটি।

এই ওয়েবসাইটটি অন্যান্য ওয়েবসাইটের তুলনায় ব্যবহার করা সহজ এবং একদম সুশৃঙ্খল ভাবে শিরোনামের মাধ্যমে বই গুলো সাজানো। এখানে ক্লাসিক সাহিত্য ও দর্শনের বিভিন্ন বইয়ের শিরোনাম গুলো চমৎকারভাবে উপস্থাপিত।

আগের ওয়েবসাইটটির মতো এটিও বিনামূল্যে ব্যবহার করা যাবে অর্থাৎ অডিও-বুক গুলো আর্থিক পেমেন্ট ছাড়াই শোনা যায়। আর এই ওয়েবসাইট এ অ্যাকসেস নেওয়ার জন্য কোনো রকম অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন পরে না।

আপনি যে শিরোনামের বইটি চান তা অনুসন্ধান করে বের করতে পারেন অথবা পেইজ স্ক্রল করেও বের করতে পারেন। এই ওয়েবসাইটে প্রতিনিয়ত নতুন নতুন শিরোনামের বই যুক্ত হয়। আপনি পুরাতন এবং নতুন বই গুলোকে আলাদা করতে পারবেন।

আপনি যদি এই ওয়েবসাইটের কোন নির্দিষ্ট শিরোনামের বই এর উপর ট্যাপ করেন তাহলে একটি পেইজ ওপেন হবে। যেখানে আপনি বইটি প্রকাশের তারিখ দেখতে পারবেন, বইটি কে লিখেছে তার নাম ও বর্ণনা দেখতে পারবেন এবং বইটির গল্পের বিষয়েরও অল্প স্বল্প বর্ণনা দেখতে পারবেন।

এখানে ভিডিও আকারে আপনি গল্পটি দেখতে পাবেন যেখানে কোন চলমান ভিডিও থাকবে না। ভিডিও জুরে শুধু শিরোনাম ও লেখকের নাম দেখাবে। আপনি চাইলে অডিও শোনার পাশাপাশি সাব-টাইটেল অন করে দিতে পারবেন।

ফলে আপনি একই সাথে গল্পটি শুনতে ও দেখতে পারবেন। ফলে আপনার গল্পটি বোঝা সহজ হবে। আপনি এখান থেকে গল্পটি সরাসরি YouTube এ নিয়ে গিয়ে দেখতে পারবেন। এখানে কিছু কিছু গল্পের PDF ফাইলও দেওয়া আছে যা আপনি ডাউনলোড করে পরবর্তীতে পড়তে পারবেন। এটা ইংরেজি সাহিত্যের এক অফুরন্ত ভান্ডার। আশা রইলো আপনি অবশ্যই একবার ওয়েবসাইটটি থেকে ঘুরে আসবেন।

ThoughtAudio

অফিসিয়াল ওয়েবসাইট @ ThoughtAudio

৩. Storynory

Free Audiobooks Download

Storynory অন্যতম একটি ওয়েবসাইট যা সত্যিই চিত্তাকর্ষক। এই ওয়েবসাইটটি মূলত শিশুদের জন্য। অর্থাৎ বড়দের জন্য লেখা কোন কিছুই এখানে খুঁজে পাবেন না। এখানে রয়েছে অসংখ্য ছোট গল্প ও কবিতা। আপনি আপনার ছেলে অথবা মেয়ে অথবা ছোট কারোর জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

অর্থাৎ এমন কেউ যদি থাকে, যাকে আনন্দ দিতে হবে এবং সেই সাথে শিক্ষাও, তাহলে তাকে এই ওয়েবসাইট এর মাধ্যমে গল্প শোনাতে পারবেন। আপনি যদি কখনো দীর্ঘ সময়ের ভ্রমণে বের হন এবং আপনার সাথে যদি কোন বাচ্চা থাকে, তাহলে Storynory ওয়েবসাইটটি আপনার জন্য। কারণ যখন বাচ্চা বোরিং ফীল করবে, তখন আপনি তাকে এখান থেকে গল্প শোনাতে ও পড়াতে পারবেন।

হয়তো একমাত্র এই ওয়েবসাইটেই, শিশুদের জন্য সবচেয়ে বেশি পরিমাণ গল্প ও কবিতার অডিওগুলো সংগ্রহীত। আর মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটের অডিও-বুক গুলো বিনামূল্যে শোনা যায় অর্থাৎ ব্যবহার করা যায়।

এই ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে প্রথমেই আপনার নজরে আসবে Storynory অর্থাৎ ওয়েবসাইট এর নাম। তার পাশেই থাকবে Menu। আর এখানে আপনি ক্লিক করলে কি ধরনের গল্প শুনবেন তার লিংক দেওয়া থাকবে।

এখানে রয়েছে বিভিন্ন ক্লাসিক গল্প, Orginal Stories, পরীর বলা গল্প, শিক্ষামূলক গল্প, ছোটদের গল্প ইত্যাদি। এছাড়াও কবিতা এবং বিভিন্ন মিউজিক এর অডিও-বুক ও এখানে পাবেন। এখানে প্রতিটি গল্পের সাথে আকর্ষণীয় ছবি ও দেখতে পাবেন।

সহজ ও সাবলীল ভাষায় অডিও-বুক এর গল্পগুলো উপস্থাপিত। এখানে এই গল্প গুলো ডাউনলোড এর সুব্যবস্থা ও রয়েছে। গল্পগুলোর অডিও ফরম্যাট এর পাশাপাশি প্রতিলিপি ও রয়েছে। গল্প শোনার পাশাপাশি একই সাথে পড়াও যাবে। নির্দিষ্ট গল্প অনুসন্ধানের জন্য একটি শিরোনাম সহ থাম্বনেইল এর নিচে, সার্চ বার এর অবস্থান রয়েছে।

যেখানে সার্চ করে সহজেই আমরা পছন্দের গল্প খুঁজে নিতে পারি। এখানে শিশুদের জন্য প্রায় সবধরনের অডিও-বুকের সুব্যবস্থা রয়েছে। আশা রইলো আপনিও আপনার বাচ্চাকে আনন্দের পাশাপাশি শিক্ষা দিতে, এই ওয়েবসাইটের ব্যবহার করবেন। সময় হলে একবার ওয়েবসাইটটিতে বিচরণ করে আসবেন।

Storynory

অফিসিয়াল ওয়েবসাইট @ Storynory

৪. Open Culture

Free Audiobooks Download

অডিও-বুক ডাউনলোড করার জন্য অন্যতম আরেকটি ওয়েবসাইট হলো Open Culture। এই ওয়েবসাইটটিতে ১০০০ এর ও বেশি সংখ্যক অডিও-বুক আছে। যার মধ্যে অধিকাংশই আমাদের ডাউনলোড করতে কোন সমস্যা হবে না।

অন্যান্য ওয়েবসাইটের মতো এই ওয়েবসাইটের ও ইউনিক ও চিত্তাকর্ষক বৈশিষ্ট্য রয়েছে। এই ওয়েবসাইটে অডিও-বুক এর পাশাপাশি আরো অনেক নতুন কিছু ও রয়েছে। যেমন- আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অনলাইন কোর্স ও এই ওয়েবসাইটে রয়েছে। যার সংখ্যা প্রায় ১৭০০ এর মতো।

এই ওয়েবসাইটে সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা সংগ্রহ রয়েছে। এই ওয়েবসাইটে রয়েছে মুভি বা সিনেমা। এই ওয়েবসাইটে ৪০০০ এর ও বেশি সংখ্যক মুভি রয়েছে। যেগুলো YouTube এ শেয়ার করেও দেখা যায়। সাব-টাইটেল অ্যাড করেও মুভিগুলো দেখা যায়।

এছাড়াও আছে বিভিন্ন ধরনের ই-বুক যেগুলো অধিকাংশই বিনামূল্যে। এছাড়াও রয়েছে ২০০ এর বেশি সংখ্যক অনলাইন সার্টিফিকেট ও প্রোগ্রাম যা বিভিন্ন ইউনিভার্সিটি ও কোম্পানি লিড করে থাকে। শীর্ষ ইউনিভার্সিটি গুলোর পক্ষ থেকে অনলাইন ডিগ্রীর ও ব্যবস্থা রয়েছে এখানে। যদি এই ওয়েবসাইটের লিংকটিতে ক্লিক করেন তাহলে শুরুতেই এসব দেখতে পারবেন।

এছাড়াও এই ওয়েবসাইটের প্রথম পেইজ বেশ কিছু লেখকের নাম সহ বিভিন্ন অডিও-বুক এর লিংক দেওয়া আছে। যাতে করে আমরা সহজেই অডিও-বুক গুলো শুনতে বা পড়তে পারি। আর উল্লেখযোগ্য বিষয় এত এত সুযোগসুবিধা একদম বিনামূল্যে। কোন পেমেন্ট এর প্রয়োজন হয় না। ওয়েবসাইটটি ব্যবহার জন্য কোন ধরনের অ্যাকাউন্ট ও তৈরি করতে হয় না।

এতে লেখকের নামের ভিত্তিতে অডিও-বুক গুলো উপস্থাপিত। এছাড়াও বর্ণক্রম অনুসারেও অডিও-বুক গুলো সজ্জিত থাকায় অডিও-বুক গুলো অনুসন্ধান করা কঠিন কিছু হবে না। আর এই ওয়েবসাইটটি অডিও-বুক গুলোর পাশাপাশি, একই ধরনের বিনামূল্যের ই-বুক ও সাজেশ করে থাকে। আশা করছি আপনি অন্তত একবার হলেও ওয়েবসাইটটিতে ঘুরে আসবেন।

Open Culture

অফিসিয়াল ওয়েবসাইট @ Open Culture

৫. Overdrive

বিস্তৃত অডিও-বুক এর আরো একটি অন্যতম উৎস হলো Overdrive। শুধু অডিও বুক না এটা ই-বুক গুলোর ও একটি অন্যতম উৎস। আপনি যদি আধুনিক সময়ের মানসম্মত অডিও-বুক গুলো পেতে চান, তাহলে Overdrive ওয়েবসাইটটি আপনার জন্য। এই ওয়েবসাইটেরও কিছু নিজস্ব ইউনিক বৈশিষ্ট্য আছে। এই ওয়েবসাইটটিকে আমরা আমাদের ব্যক্তি সমাজে প্রচলিত লাইব্রেরী এর সাথে তুলনা করা যায়।

Overdrive ওয়েবসাইটটি থেক যদি আপনি কোন অডিও-বুক শুনতে চান অথবা কোন ই-বুক পড়তে চান তাহলে আপনাকে একটি লাইব্রেরী কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ড বানাতে হবে। অর্থাৎ অডিও-বুক বা ই-বুক গুলোতে অ্যাকসেস নিতে কার্ড এর প্রয়োজন পড়ে।

আর আপনি যদি এই কার্ড তৈরি করে নেন বা যদি এই কার্ড আগে থেকে থাকে তাহলে, Overdrive এর এই বিস্তৃত ওয়েবসাইট থেকে আপনি যেকোনো অডিও-বুক অনুসন্ধান করে শুনতে পারেন অথবা ই-বুক ডাউনলোড করে পড়তে পারেন।

এই ওয়েবসাইটটি একটা বিশাল লাইব্রেরীর মত অর্থাৎ, এই ওয়েবসাইটের সংগ্রহ এতটাই বিশাল যে, তা আপনাকে ইমপ্রেস করবে। আপনি এখান থেকে চাইলেই, যেকোনো কিছু অনুসন্ধান করে শুনতে পারেন অথবা পড়তে পারেন। আশাকরি এই ওয়েবসাইটটিতেও আপনারা বিচরণ করবেন। আসলেই চমৎকার একটি ওয়েবসাইট। আমরা চাইলেই নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে, এই ওয়েবসাইটি ব্যবহার করতে পারি।

আপনি যদি ওয়েবসাইটটিতে একবার প্রবেশ করেন, তাহলে শুরুতেই Overdrive এর লোগোর পাশে একটা সার্চ বার দেখতে পারবেন। যেখানে আপনি শিরোনাম এর ভিত্তিতে সার্চ করে অডিও-বুক অথবা ই-বুক বেছে নিতে পারেন।

এই ওয়েবসাইটের একটু নিচে লেখা থাকবে ই-বুক, ম্যাগাজিন ও অডিও-বুক এর সু-ব্যবস্থা আছে। আপনি এসব সেবা বিনামূল্যে পেয়ে যাবেন অর্থাৎ অনলাইন পেমেন্ট এর কোন প্রয়োজন হবে না। এসব লেখা অবশ্য ইংরেজিতে লেখা থাকবে। আমার কথা মতো আবার এসব বাংলাতে খুঁজবেন না।

Overdrive

অফিসিয়াল ওয়েবসাইট @ Overdrive

৬. Digital Book

বিনামূল্যে অডিও-বুক ডাউনলোড ও ব্যবহার করার আরো একটি অন্যতম ওয়েবসাইট হলো Digital Book। এটি একটি বিশাল ওয়েব সাইট। এখানে আপনি নানা ধরনের অডিও-বুক খুঁজে পাবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই, প্রথমেই দেখতে পাবেন একটি সার্চ বার। এখানে আপনি অডিও-বুক এর শিরোনাম লিখে অডিও-বুক অনুসন্ধান করতে পারেন।

এই ওয়েবসাইটে অডিও-বুক এর পাশাপাশি ই-বুক ও রয়েছে। আপনি চাইলে সেসব ও ডাউনলোড করে পড়তে পারেন। এখানে আরো আছে বিভিন্ন ধরনের পডকাস্ট। পডকাস্ট হলো ডিজিটাল ফরম্যাটে তৈরি প্রোগ্রাম যা ডাউনলোড করা যায়।

এখানে প্রথম পেইজ এই আপনি অডিও-বুক এর শিরোনাম ও লেখকের নাম সহ বিভিন্ন ধরনের অডিও-বুক এর থাম্বনেইল পেয়ে যাবেন। আপনি কি ধরনের অডিও-বুক শুনতে চান তাও থাম্বনেইল এ দেয়া। যেমন- ইতিহাস মূলক, রহস্যজনক, ট্রাজেডি, ফিকশন, ফ্যান্টাসি ও ক্লাসিক ইত্যাদি।

এই ওয়েবসাইটে ইয়াং অ্যাডাল্ট নামেও একটি বিভাগ রয়েছে। সুতরাং বাচ্চাদের দূরে রাখতে হবে। ডাউনলোড খুবই সহজ এবং অডিও-বুক গুল পর পর দেয়া। কিছু কিছু অডিও-বুক এর সাথে জিপ ফাইল ও পডকাস্ট ফাইল ও রয়েছে।

এই ওয়েবসাইটটি সত্যিই চমৎকার এবং এখানে নানা প্রকারের অডিও-বুক রয়েছে এবং এ ওয়েবসাইটে অডিও-বুক এর বিস্তৃতি বা সংগ্রহ বিশাল। Digital Book ওয়েবসাইটের আরো একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো- এই ওয়েবসাইট শুধু ইংরেজি নয় আরো বেশ কয়েকটি ভাষায় অডিও-বুক শোনার ব্যবস্থা করে।

অন্যান্য ভাষাগুলোর মধ্যে ফরাসি ও জার্মান ভাষায় হাজার হাজার অডিও-বুক রয়েছে এ ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে অডিও-বুক গুলো ডাউনলোড করা নিতান্তই সহজ। আর এখানে অডিও-বুক গুলো বেশ কয়টি অধ্যায় বা চ্যাপ্টার এ বিভক্ত করা থাকে। যাতে শ্রোতাদের কোনো অসুবিধা না হয়।

Digital Book

অফিসিয়াল ওয়েবসাইট @ Digital Book

৭. MINDWEBS

Free Audiobooks Download

MINDWEBS নামক এই ওয়েবসাইটে বেশ কিছু অডিও ক্লিপ আছে। এই ওয়েবসাইটকে অডিও-বুক এর ওয়েবসাইট বললেও ভুল হবে। কারণ এটি মূলত কোন অডিও-বুক এর ওয়েবসাইট নয়। এটি অন্যান্য অডিও-বুক এর ওয়েবসাইট এর তুলনায় একটু আলাদা।

এখানে মূলত একজন ব্যক্তির সৃজনশীল ভাবনা থেকে সৃষ্টি গল্প বা কাহিনী গুলো রয়েছে। আর সেই ব্যক্তির নাম হলো Michael Hanson। অর্থাৎ এখানে মূলত ইন্টারনেট আর্কাইভ এর সমাবেশ যেখানে কয়েকটি কাহিনী বা গল্প ৩০ মিনিট করে অডিও ফরম্যাটে উপস্থাপিত। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে প্রথমেই Michael Hanson এর ছবি দেওয়া দেখতে পারবেন।

আর ছবিটির পাশেই সাজানো রয়েছে অডিও ক্লিপ গুলো। ক্লিপ গুলোর উপরেই একটি সার্চ বার রয়েছে। যেখানে সার্চ করে আপনি যেকোন অডিও ক্লিপ সার্চ করে বের করতে পারবেন।

এই ওয়েবসাইটটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে অডিও-ক্লিপ গুলো ডাউনলোড করতে চাইলে সাইন-আপ এর প্রয়োজন হতে পারে। এখানে নানা ধরনের লেখকের অডিও এপিসোড রয়েছে এবং এখানে প্রায় লেখকের সংখ্যা আনুমানিক ১০০ এর ও বেশি। এপিসোড গুলো বেশ চিত্তাকর্ষক অর্থাৎ বুঝলে অনেক জ্ঞান পাওয়া যায়।

আপনি যদি খুব অল্প সময়ের জন্য কোন অডিও-বুক খোঁজেন অর্থাৎ ৩০ মিনিটের জন্য হালকা বিনোদন বা জ্ঞান অর্জন করতে চান, তাহলে আমি বলবো যে, এই ওয়েবসাইটটি আপনার জন্য। এখানে প্রতিটি অডিও এপিসোড প্রায় ৩০ মিনিটের কাছাকাছি।

MINDWEBS

অফিসিয়াল ওয়েবসাইট @ MINDWEBS

৮. Scribl

Free Audiobooks Download

এখন আপনারা Scribl নামক একটি ওয়েবসাইট সম্পর্কে জানবেন, যা ঠিক এর নামের মতো ইউনিক ও দুর্দান্ত। এটি সাধারণত অডিও-বুক ও ই-বুকের সেবা দিয়ে থাকে। এই ওয়েবসাইটটি ওপেন করলেই, আপনারা শুরুতেই দেখতে পারবেন শিরোনাম এবং লেখকের নাম সহ বেশ কয়টি অডিও-বুক যা ওয়েবসাইটটির প্রথম পেইজেই উপস্থাপন করা এবং অডিওবুক এর থাম্বনেইল এর নিচে অডিও-বুকটির মূল্য নির্ধারণ করা।

এছাড়াও ওয়েব পেইজ এর গতিশীল অংশ গুলো বলছে যে, একটি অডিও-বুক কিনলে তার সাথে ই-বুক বিনামূল্যে। এই ওয়েবসাইট সম্পূর্ণ রূপে ফ্রি নয়। এখানে অডিও-বুক বা ই-বুক গুলোর গতিশীল মূল্য থাকে। আমরা সাধারণত বাজারে যে বই গুলো কিনি, সেগুলোর জন্য একটি নির্দিষ্ট মূল্য নির্ধারিত থাকে।

কিন্তু Scribl এ ই- বুক গুলো বা অডিও-বুক গুলোর একটি গতিশীল মূল্য দেওয়া হয়। অর্থাৎ, একটা বই যদি জনপ্রিয় হয় এবং অনেক মানুষ তা কিনে থাকে, তাহলে বইটির দাম বাড়তে থাকবে।

বইটি যদি আরো অধিক জনপ্রিয় হয় এবং আরো অনেক লোক বইটি কিনতে থাকে, তাহলে বইটির মূল্য আরো বাড়তে থাকবে। কিন্তু বইটি যদি অনলাইন বাজারে তার জনপ্রিয়তা ধরে রাখতে না পারে, অর্থাৎ বইটি কিনছে এমন লোকের সংখ্যা কমে যায়, তাহলে বইটির দাম ও কমে যায়।

এটা দ্বারা এটা বোঝা যায় যে, আপনি যে বইটি কিনছেন Scribl থেকে তারা তার দাম যথার্থই নিচ্ছে, আপনার কাছ থেকে। জনপ্রিয়তার সাথে বইয়ের এর মুল্য বৃদ্ধি বইটির গুরুত্ব আরো বাড়িয়ে দেয়। অর্থাৎ, এর মাধ্যমে আপনি নিজেকে এই শান্তনা দিতে পারবেন যে, বইটি নিয়ে আপনি ঠকছেন না। আপনি উপযুক্ত জায়গায় অর্থ ব্যয় করছেন।

একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, Scribl এ শুরুতে যে বই গুলো আসে তা একদম বিনামূল্যে। তো বিনামূল্যে বই চাইলে অবশ্যই সুযোগের সন্ধানে থাকতে হবে। আর ভালো বই হলে পেমেন্ট করতেও কোনরকম দ্বিধা হয় না। আশা রইলো অবশ্যই আপনি ওয়েবসাইট সাইটটি পরিদর্শন করে আসবেন।

Scribl

অফিসিয়াল ওয়েবসাইট @ Scribl

অনলাইনই একমাত্র উপায় নয়

আমরা হয়তো অনেকেই ভাবি যে, অনলাইনে যেসব কন্টেন্ট এর জন্য টাকা দিতে হয় সেগুলোই বোধহয় উৎকৃষ্ট। আর যেসব বিনামূল্যে পাওয়া যায় সেসব আসলে আলতু-ফালতু কন্টেন্ট। এই ধারণাটা আসলে সম্পূর্ণ রূপে ভ্রান্ত ধারণা।

নির্দিষ্ট পরিমাণের টাকা পেমেন্ট করলেই, আমরা পেয়ে যাবো ভালো মানের অডিও-বুক, বিষয়টি কিন্তু মোটেও এরকম নয়। ভালো মানের, কোয়ালিটি সম্পন্ন অডিও-বুক গুলোতে অ্যাকসেস পাওয়ার জন্য অনলাইন জগতে নানা উপায় রয়েছে।

আশাকরি আমার টিউন থেকে নিশ্চয় আপনারা বেশ কয়টি উপায় খুঁজে পেয়েছেন। কিন্তু যদি এগুলো অর্থাৎ ওয়েবসাইট গুলো কাজের না হয়, তাহলে হয়তো আপনি বিরক্ত হবেন। আশাকরি এমনটা কখনোই হবেনা। আশা করছি আপনি ব্যবহার যোগ্য ওয়েবসাইটটি নিশ্চিত ভাবে খুঁজে পাবেন, তবে টিউনটি টপিক পড়া বাদ দিলে নাও পেতে পারেন।

আমার এই টিউন ছাড়াও আরো অন্যান্য জায়গায় অডিওবুক ও এর ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে। হতে পারে সেটা কোন ব্লগ বা YouTube। সেখান থেকে আরো বিভিন্ন ধরনের উপায় জেনে নিবেন যে, বিনামূল্যে অডিও-বুক ডাউনলোড বা ব্যবহার কিভাবে করা যায়।

আর আপনি আপনার ফোনের যে কত রকমের ব্যবহার করতে পারেন, তা আপনি নিজেও জানেন না। একটা রাস্তা বদ্ধ হলে আরেকটা বিকল্প রাস্তা খুলে যায়, এই বিষয় টা মাথায় রাখবেন। বিকল্প উপায় হয়তো আমরা ভেবে বের করতে পারি না, তবে এটা খুঁজে নিতে হয়।

তো বন্ধুরা এই ছিলো আজকের টিউন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জোসস দিবেন। মন্তব্য থাকলে টিউমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন এক টিউনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Add Comment

Skip to toolbar