পবিত্র রমজান মাস নিয়ে খালিদ সঙ্গীতের নতুন গান ‘বছর ঘুরে এলো ফিরে’

দারুন সব গান নিয়ে শ্রোতাদের মধ্যে প্রতিনিয়ত নানানরকম গান নিয়ে হাজির হয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান খালিদ সঙ্গীত। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে তাদের সম্পূর্ণ নতুন একটি সঙ্গীত ভিডিও। আর নতুন এই গানটির নাম ‘বছর ঘুরে এলো ফিরে’। রমজান নিয়ে এই দারুন গানটি রচনা করেছেন মাহবুবুল খালিদ। গানটি কম্পোজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি এবং সাব্বির।

গানটির লিরিক্স,

বছর ঘুরে এলো ফিরে
ঈদুল আজহার চাঁদ
(আজ) ধনী গরিব সবাই সমান
বাদশা ফকির বাদ॥
কোরবানি কোরবানি কোরবানি॥

বিশ্ব আজি উঠছে জাগি
ত্যাগের মহিমায়
নফস্ তোমার ধৌত কর
অহং দাও বিদায়।
দাঁড়াও সবে এক কাতারে
সেজদা কর এক রবেরে
দুশমনি সব ভুলে গিয়ে
রাখো হাতে হাত।
শত্রুকে লও আপন করে
মিলাও কাঁধে কাঁধ॥

কোরবানি তো নয় গো শুধু
পশু জবাই করা
কোরবানি তো প্রিয় বস্তু
উৎসর্গ করা।
ইবরাহিমের ত্যাগের স্মৃতি
ইসলামের মহান রীতি
থাকলে নেছাব দাও কোরবানি
আছো যারা বাদশা ধনী।
হও ইসলামে সওগাত
আজ মিলাও কাঁধে কাঁধ॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

Add Comment

Skip to toolbar