যোগাযোগ মাধ্যমের সৎ ব্যবহার

যোগাযোগ মাধ্যমের সৎ ব্যবহার

আমাদের দেশে ও বিদেশে অনেক ধরণের যোগাযোগ ব্যবস্থ্যা বর্তমানে ব্যপক ভাবে বিস্তার লাভ করছে।তবে শত শত Apps এর মধ্যে কিছু জনপ্রিয় Apps বাংলাদেশের মানুষ ব্যবহার করছে।যেমনঃFacebook-messanger,Imo,Likee,Phone,Gmail,Email,Instagram,tweeter,Message app,Tiktok,WhatsApp Etc.

ছাড়াও আর অনেক Apps আছে যা আমরা নিত্যদিনই ব্যবহার করে থাকি।তবে অনেকেই আমরা এই Apps এর অসৎ ব্যবহার করে থাকি।যোগাযোগ মাধ্যম গুলো বর্তমানে সেক্সচুয়াল মিডিয়া হিসেবে ব্যপক ভাবে ব্যবহুত হচ্ছে।বিশেষ করে Facebook,Imo,WhatsApp এই তিনটি App-ই বাংলাদেশের অনেক মানুষ এভাবে ব্যবহার করছে।ফেক আইডি বানিয়ে অন্যকে খারাপ ভাবে প্রভাবিত করছে।ছবি নিয়ে প্রতারিত হচ্ছে।এমনকি অসৎ উদ্দেশ্য সাধনের জন্যও অনেকের জীবন নষ্ট করছে।বিলিন হচ্ছে সুন্দর সম্পর্ক।আজ কাল এই সব কাজের জন্য মা-বোনেরা নজর বন্দিনী হয়ে বসে আছে।নষ্ট হচ্ছে শত শত সুন্দর সংসার।

আমরা নিজেদের শরীর ও মনকে আনন্দ দিতে গিয়ে এবং আর্থিক লোখের জন্য অন্যের সুখের সংসার ভেঙে দিচ্ছি এই ধরনের Apps দিয়ে।যে Apps আমাদের দৈনিক সুখ দূঃসংবাদ আদান প্রদান করে সেই মাধ্যম গুলোর রেকর্ড খারাপ করছি।

তাই আসুন নিজের জীবন ও মন সুস্থ রাখি এবং দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে অন্যের জীবন রক্ষাা নিজেকে উৎসর্গ করি।দেখবেন দেশে আর শুনতে হবে না শত ধর্সিতা মা-বোনের করুণ আর্তনাদ।

প্রতিটি দেশ হবে সোনার দেশ ও আর প্রতিটি সংসার হবে স্বর্গ।

Add Comment

Skip to toolbar