একটি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে ওয়াই ফাই (Wi-Fi) পাসওয়ার্ড হ্যাক করা যায় কি?
হ্যা, হ্যাক করা যায়। একটি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেই হ্যাক যায়। অনেক মানুষ আছে যাদের বাড়িতে কম্পিউটার নেই। অনেক মানুষ আছে যারা জানে না লিনাক্স কালি(Linux kali) ব্যবহার করতে। অনেক মানুষ আছে যারা জানে না কিভাবে ওয়াই ফাই(Wi-Fi) পাসওয়ার্ড হ্যাক করতে হয়।
কিভাবে?
কিন্তু এখন প্রায় ১ বিলিয়ন মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। এই লেখাটা এদের জন্য যেন তারা ফ্রি তে ওয়াই ফাই (Wi-Fi) ব্যবহার করতে পারে। ওয়াই ফাই (Wi-Fi) হ্যাক করা সহজ কোন কাজ না। কিন্তু আমি একটা সহজ হ্যাকের টিপস দেব, যেন একটা স্কুল ছাত্রও ওয়াই ফাই(Wi-Fi) পাসওয়ার্ড হ্যাক করতে পারে।
ওয়াই ফাই(Wi-Fi) পাসওয়ার্ড হ্যাক করতে হলে প্রথমে ফোনটিকে রুট করতে হবে। রুট করা তেমন কঠিন কোন কাজ না। একটা অ্যাপস ব্যবহার করেই এই কাজ করা যায়। অ্যাপসটির নাম হল (root checker basic)। এই অ্যাপসটি ব্যবহার করে অতি সহজেই মোবাইল ফোনকে রুট করা যায়।
ফোনটিতে আরও Broadcom bcm4329 or bcm4330 সেট থাকতে হবে। এই অ্যাপসটি গুগল থেকে পাওয়া যায়। সব ধরনের ফোনে এই অ্যাপসটি ব্যবহার করা যায় না। যে সকল ফোন এর জন্য ব্যবহার করা যাবে তাদের মধ্যে কয়েকটি হল-
Nexus one
Samsung S series
Desire HD
এইসব মোবাইল ফোনের জন্য Broadcom চিপসেট ইনিস্টল করা যাবে। অ্যাপসটি ইনিস্টল হয়ে গেলে চালু করতে হবে।
এরপর রিভার অ্যাপস ডাউনলোড দিয়ে ইনিস্টল করতে হবে। এরপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে যখন এই লেখাটি আসবে “you are not using it for illegal purposes”.।
এরপর রিভার অ্যাপস স্ক্যান করা শুরু করবে। কোন অ্যাসেস পয়েন্ট পেলে শুধু ক্লিক করলেই ঐ ওয়াই ফাই পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে।