দেখে নিন কে কে আপনার WIFI ব্যবহার করছে (Check Who Is Using Your WiFi)

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।

আজকেও আবার আমি আপনাদের জন্য নিয়ে আসলাম WIFI এর আরেকটি টিউটোরিয়াল।

আজকের টিউটোরিয়ালে আমরা জানতে পারব কিভাবে আমাদের WIFI এ কে কে Connected আছে তাদের কে দেখব। বা কেউ যদি আমাদের wifi চুরি করে তাহলে কিভাবে আমরা জানতে পারব? অনেক সময় অনেকে আমাদের অজান্তে wifi ব্যবহার করে, তাই এই টিউটোরিয়ালে আমারা তাদেরকে দেখতে পারব। এবং কিভাবে আপনার wifi থেকে কাউকে ব্লক করবেন সে ব্যাপারেও আমি টিউটোরিয়ায়ল দিব।

তো আমি আপনাদের ২ টি নিয়ম দেখাব, আশা করি আপনাদের ভাল লাগবে।

আর কথা না বাড়িয়ে চলুন শিখে নেওয়া যাকঃ

 

wifi নিয়ে আরো কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই সাথেই থাকুন।

আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি।

Add Comment

Skip to toolbar