মার্কশিট সহ 2020 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিন।


Warning: Attempt to read property "roles" on bool in /home/bestpeza/techtunes.tech/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4555

এসএসসি সহ যেকোনো পরীক্ষার রেজাল্ট আপনারা এই অ্যাপসের সাহায্যে দেখতে পারবেন খুব সহজেই মার্কশিট সহ।

প্রথমে অ্যাপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

  • উপরের লিংকে ক্লিক করলে আপনাদের সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে সেখানে ডাউনলোড এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন এরপর এপিকে ডাউনলোডের অপশন এসে যাবে সেখান থেকে এপিকে টি ডাউনলোড করুন।
  • এপিকে ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং ওপেন করুন
  • এরপর আপনি সিলেট এক্সামে SSC dakhil সিলেক্ট করুন
  • পরীক্ষার সন a2020 সিলেক্ট করুন
  • আপনার শিক্ষা বোর্ড কোনটি সেটা সিলেক্ট করুন ঢাকা-চট্টগ্রাম-সিলেট যে কোন একটি সিলেক্ট করুন
  • রোল নাম্বার দিন
  • রেজিস্ট্রেশন নম্বর দিন
  • তারপর একদম নিচে যে অপশন টি পাবেন সেটি হল যোগ-বিয়োগের একটি ক্যাপচা 5+2=7 ক্যাপচাটি পূরণ করার জন্য যা ফল হবে সেটি বক্সে লিখে সাবমিট এ ক্লিক করলে আপনার রেজাল্ট মার্কশিট সহ এসে যাবে।
  • এই মার্কশিট আপনি প্রিন্টারের মাধ্যমে সরাসরি প্রিন্ট করে বের করতে পারবেন

One Response

  1. Sadhon April 21, 2020