সবার আগেই রেজাল্ট দেখুন- ঘরে বসে খুব সহজেই দেখুন SSC/HSC/JSC/JDC/Alim/Equivalent রেজাল্ট দেখবেন।

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। প্রথমে এবারের এইচ. এস. সি  পরিক্ষাথী ভাই ও বোন দের কে অগ্রিম শুভেচ্ছা থাকল, আর  আমার আজকের টিউন টা তাদের জন্য, কিভাবে তারা খুব কম সময়ে ও সহজে পরিক্ষার ফলাফল পাবে, সেই পদ্ধতিগুলা নিয়ে আলোচনা করবো, আশা করি যারা পরিক্ষার্থীদের ফলাফল দেখার কষ্ট লাগভ হবে, চলুন শুরু করি।

কিভাবে জানা যাবে এবারের এইচ. এস. সি পরীক্ষার ফলাফল

১। সরকারি ওয়েব সাইটের মাধ্যমে

২। সরাসরি স্কুল কলেজ থেকে।

৩। এস এম এস র মাধ্যমে।

৪। এনড্রয়েড এপস (Android Apps)এর মাধ্যমে

চলুন জেনে নিই কিভাব আপনি এই পদ্ধতি গুলা ব্যবহার করে ফলাফল পাবেন।

সরকারি ওয়েব সাইটের মাধ্যমে জানার উপায়।

বাংলাদেশ সরকারের অফিসিয়াল ‍ওয়েবসাইটের মাধ্যমে সরাসির ফলাফল প্রকাশ করা হবে, বেলা ২টার দিকে ফলাফল পাওয়া যাবে।

অফিসিয়াল ‍ওয়েবসাইট – http://www.educationboardresults.gov.bd

এবার জেনে নিই ফলাফল দেখার পদ্ধতি:

প্রথমে আপনি অফিসিয়াল ওযেভসাইটে যাবেন তারপর সেখানে এই রকম্ একটি ফর্ম পাবেন।

– প্রথমে আপনার পরীক্ষার ক্যাটাগরি নিবাচন করুন

– পরীক্ষার সাল দিন।

– পরীক্ষার বোর্ড দিন।

-রেজিস্ট্রেশন নাম্বার দিন।

– কেপচা পূরন করে, সাবমিট করুন।

আশা করি সব ঠিক থাকলে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন।

২। সরাসরি স্কুল কলেজ থেকে এইচ. এস. সি  পরিক্ষার ফলাফল জানুন।

বেলা ২ টার পর আপনার স্বপ্রতিষ্টান থেকেই আপনার কাঙ্ক্ষিত এইচ. এস. সি পরীক্ষার  ফলাফল সংগ্রহ করুন। কারন গ্রামের দিকে সবার ইন্টারনেট ব্যাবস্থা ভাল নাও থাকতে পারে।

৩। সরাসরি এস এম এস র মাধ্যমে এইচ. এস. সি  পরিক্ষার ফলাফল জানার উপায়।

পরিক্ষার্থীরা চাইলে ঘরে বসেই এস এম এস প্রদ্ধতির মাধ্যমে ফলাফল জানতে পারবে। টেলিটক সিম এটার প্রধান ব্যাবস্থাপক। চলুন দেখে নিই কিভাবে ফলাফল পাবেন, আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এই ভাবে,

-আপনার পরীক্ষার ধরন, স্পেস,

-বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস,

-রোল নাম্বার স্পেস,

-পরীক্ষার সাল,

-আর পাঠিযে দিন ১৬২২২ নাম্বারে।

HSC/Alim<space> first three letters of Board name<space> Roll no <space> 2017 send to 16222 আপনি ঘরে বসেই আপনার এইচ. এস. সি পরীক্ষার  ফলাফল পেয়ে যাবেন। আরো ভালভাবে বুঝতে নিচের ইমেজ খেয়াল করুন।

এনড্রয়েড এপস (Android Apps)এর মাধ্যমে HSC Result 2017 জানার উপায়।

এটা খুব ভাল এটা এপস, খুব সহজে আপনি এইচ. এস. সি  ফলাফল সহ প্রযোজনিয় অন্যন্য বিষয় জানতে পারবেন।

চলুন দেখি এই এপস সুবিধা ‍গুলো:

– সহজে অনলাইনে ফলাফল জানা যাবে।

– ফলাফল পুনঃমূল্যায়ন এর পদ্ধতি দেওয়া আছে।

– এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

– শিক্ষা বিষয়ক বিভিন্ন খোঁজখবর পাবেন।

– ফলাফলের বিকল্প সাইট, খুব সহজে দেখতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক

আশা করি পদ্ধতি গুলা আপনাদের উপকারে আসবে, আবারও  এইচ. এস. সি  পরিক্ষার্থীদের অগ্রিম শুভকামনা জানাচ্ছি, ভাল থাকবেন সবাই, থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই কামানায় বিদায় নিচ্ছি, আসসালামুআলাইকুম, আল্লাহ হাফেজ।

Add Comment

Skip to toolbar