আসস্লাউওলাইকুম সবাই ভাল আছেন।আমাদের সাইট এ আপনাদের স্বাগতম জানাই।১ সপ্তাহ আগে ৩০ শে ডিসেম্বর পুরো বাংলাদেশের এস এস সি ২০২১ শিক্ষার্থীদের পরিক্ষার রেজাল্ট দেওয়া হলো।রেজাল্ট দেওয়ার পর শুরু হল সকল কলজের একাদশ শ্রেণিতে ভর্তি।আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি কলেজে এ একাদশ শ্রেণিতে ভর্তি এর জন্য আবেদন করবেন।কারণ এখন আর আগের মতো স্কুলে গিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি পরিক্ষা দিয়ে নয়, বরং অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য। যার কারণে অনেকে বুঝছে না কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কোথা থেকে আবেদন করতে হবে। আজকে আমরা জানব
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২১-২০২২
যারা ভর্তি হতে চান তারা অনলাইন এ আবেদন করতে পারেন।
সাল | ২০২১-২০২২ |
ভর্তি | একাদশ |
ভর্তির আবেদন মাধ্যম | অনলাইন |
অনলাইন সাইট | xiclassadmission.gov.bd |
একাদশ শ্রেণিতে ভর্তি ও ভর্তি ফি | ১. রেজিস্ট্রেশন ফি – ১৩৫/- ২. ক্রীড়া ফি ৫০/- ৩. রোভার/রেঞ্জার ফি ১৫/- ৪. রেড ক্রিসেন্ট ফি (৪০/-টাকার ৪০%=১৬/-টাকা ১৬/- ৫. বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭/- ৬. বি. এন. সি. সি. ফি ৫/- সর্বমোট- ২২৮/-টাকা শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে; প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রিড়া মঞ্জুরি ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা বোর্ড প্রেরণ করতে হবে। |
একাদশে ভর্তির গ্রুপ নির্বাচন | ১. বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি; ২. মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি এবং ৩. ব্যবসায় গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোন ১টি; ৪. যেকোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপের যেকোন ১টি; ৫. মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি এবং সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি। |
আবেদন শুরু | ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে |
আবেদন শেষ | ২ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত |
তো প্রিয় ভিজিটর আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের Likebd.co সাইটটি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।