Higher Study in China 2022

২০২২ এ চাইনিজ বিশ্ববিদ্যালয় এ স্কলারশীপ নিয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য । Higher Study in China

অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে চায়না বিশ্ববিদ্যালয়-এ উচ্চশিক্ষা বিষয়ক তথ্যের জন্য সেসব নিয়েই আজকের লেখা-

আমরা উচ্চশিক্ষায় একটু পিছিয়ে তার প্রধান কারণ সঠিক তথ্য ও দিক নির্দেশনার অভাব। আজকের লিখাটা সেই দায়িত্ববোধ থেকেই এবং একজনও যদি উপকৃত হয় তাহলে সার্থক মনে হবে।

বিশ্বব্যাপী চীনা বাণিজ্যে আধিপত্যের সাথে সাথে এখনকার বিশ্ববিদ্যালয়ের উচ্চমান, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য চীন এখন বিশ্বের কেন্দ্রবিন্দু । উচ্চ শিক্ষায় চীনের প্রায় এক হাজার এর বেশী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ, মেধাবীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাবৃত্তি, জীবনযাপনে তুলনামূলক কম খরচ, পূর্ণ নিরাপত্তা ইতোমধ্য আকর্ষণ করেছে সারা বিশ্বকে ।

প্রতিবছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য চীনে আসছে । এখানে রয়েছে অনেক অভিজ্ঞ প্রফেসর। সবচেয়ে বড় কথা হল এখানে উচ্চশিক্ষার জন্য প্রচুর ফান্ডিং বরাদ্দ আছে যেটা প্রধানত PhD-Masters, Bachelors এর জন্য । বিভিন্ন স্কলারশিপ এর বেনিফিট ও স্ট্যান্ডার্ড লেভেল এর হিসেবে মাসিক স্টাইপেন্ড 2000-7000 RMB (1RMB=14 TK), সেই সাথে রয়েছে কনফারেন্স এন্ড রিসার্চ-রিলেটেড ট্রাভেল এলাউন্স, নতুন বছরের বোনাস এবং ফ্রি টিউশন ফি কিছু বিশ্ববিদ্যালয়ে ।

কোন হেলথ ইন্সুরেন্স প্যাকেজ নাই, তবে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে কিছু বেনিফিট পাওয়া যায়। ফেলোশিপ ছাড়াও বিশ্ববিদ্যালয় ও লোকাল ফ্যাক্টরি ও লোকাল গর্ভমেন্ট ও পৌরসভা ভেদে আরও বিভিন্ন স্কলারশিপ অফার করে । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফেলোশিপ/স্কলারশিপ গুলি মূলত নির্ভর করে প্রফেসর/সুপারভাইজর দের উপর।

ফেলোশিপ/স্কলারশিপের জন্য কয়েক টি বিষয়ের উপর জোর দেয়-

১. Academic Excellence- ব্যাচেলর এবং মাস্টার্স এর রেজাল্ট (CGPA)।

২. Research Ability and Potential- যেহেতু ফেলোশিপ/স্কলারশিপ নির্ভর করে প্রফেসরের উপর আর এক্ষেত্রে প্রফেসর রা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এপ্লিকেন্ট এর রিসার্চ এক্সপেরিয়েন্স এবং রিসার্চ পাবলিকেশনের উপর।

৩. English proficiency tests scores TOEFL or IELTS অথবা চাইনিজ ভাষা (যদিও অপশন, থাকলে প্লাস) ইত্যাদি ইত্যাদি ।

আমার অভিজ্ঞতা – আমি ২০১৯-২০ শিক্ষাবর্ষে চীনে ১১ টি বিশ্ববিদ্যালয় এ পিএইচডি করার সুযোগ পেয়েছিলাম । সবশেষে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ৩ডি প্রিন্টিং নিয়ে গবেষনা করছি । আমি আনসু ও চীন সরকারের এর স্কলারশীপ এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়, লোকাল গর্ভমেন্ট, প্রফেসর নিজস্ব ফান্ড, ফ্যাক্টরী ফান্ড ইত্যাদি ১০০% ফ্রি টিউশন ফি সাথে মাসিক স্টাইপেন্ড এর পিএইচডি সুযোগ পেয়েছিলাম । যাহোক একটু পরিকল্পনা ও কিছু নিয়ম মেনে এপ্লাই করলে এসব স্কলারশীপ সহজে পাওয়া যায় । অবশেষে, যারা উচ্চতর পড়াশুনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ।

Khan Rajib Hossain (RAJ)

PhD Researcher (3D Printing)

LICP (University Of Chinese Academy of Sciences)

China.

apexlabbd2@outlook.com

Add Comment

Skip to toolbar