১ দিন = ২৪ ঘণ্টা , ১ ঘণ্টা = ৬০ মিনিট এবং ১ মিনিট = ৬০ সেকেন্ড কেনো হয় ?

আসসালামু আলাইকুম  সম্মানিত পাঠকগণ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, বলুন তো – ১ দিন = ২৪ ঘণ্টা , ১ ঘণ্টা = ৬০ মিনিট এবং ১ মিনিট = ৬০ সেকেন্ড হয় কেনো? এ ব্যাপারে কখনো ভেবেছেন কী? না ভেবে থাকলে বলছি শুনুন-

১ দিন = ২৪ ঘণ্টা হয় কেনো? সে ব্যাপারে আগে বলি-

অনেকেই বলবেন পৃথিবীর নিজ অক্ষে সম্পূর্ণ একবার ঘুরতে সময় লাগে ২৪ ঘণ্টা তাই ১দিনে ২৪ ঘণ্টা হয়। কিন্তু প্রশ্ন হলো ২৪ ঘণ্টাই লাগে কেনো ? কেনো ২৫/২৬/২ অথবা ৩০ ঘণ্টা লাগে না? এইবিশ্বভ্রহ্মাণ্ডের কোনোকিছুই আমাদের নিয়মানুযায়ী চলে না। যদি আমরা ১ঘণ্টা = ৩০ মিনিট ধরতাম তাহলে ১ দিন = ২৪ ঘণ্টা আর হত না বরং ১ দিন = ৪৮ ঘণ্টা হত ।

২৪ ঘণ্টার ধারণা এসেছিলো মিশরীয় সভ্যতা থেকে।  মিশরীয় সভ্যতা অন্যান্য সভ্যতা থেকে অনেক বেশি উন্নত ছিলো, তারা ছিলো উন্নত চিন্তাধারার ।মিশরীয়রা সবার আগে দিন ও রাত হওয়ার ব্যাপারটিকে লক্ষ করে এরপর দিন ও রাতকে ১২+১২= ২৪ ভাগে ভাগ করে। তারা কাজের জন্য সময়কে নির্ধারণ করতে অসুবিধা হয় দেখে দিন ও রাত মিলিয়ে সমস্ত সময়টাকে ১২+১২= ২৪ ভাগে ভাগ করে। কিন্তু তারা ২৪ ভাগেই কেনো ভাগ করেছিলো কেনো ২৫/২৬/২৭ অথবা ৩০ ভাগে ভাগ করেনি? তারও কারণ আছে। 

পুর্বে বর্তমানের মত করে হিসাব করা হত না। তখন বর্তমানের মত ক্যাল্কুলেটার ছিলো না। আমি বলছি মিশরীয় সভ্যতার কথা যা আজ থেকে প্রায় ১৫০০ খ্রিষ্টপূর্বের কথা। তখন হিসাব করা হত হাতের আঙ্গুল গুনে গুনে। আগেই বলেছি মিশরীয় উন্নত চিন্তাধারার। তারা হিসাব করত ব্যাতিক্রমভাবে। তারা আঙ্গুল না গুনে আঙ্গুলের মধ্যে থাকে পর্বগুলো গুনে গুনে হিসাব করত।

কিন্তু তারা বৃদ্ধা আঙ্গুল দিয়ে গণনার কাজ করত বিধায় বৃদ্ধা আঙ্গুলের পর্বগুলো হিসাব করত না । তাই হিসাব কুরলে দেখা যায় যে আঙ্গুল আছে ৪ টি আর প্রত্যেক আঙ্গুলে পর্ব আছে ৩টি। সুতরাং ৪টি আঙ্গুলে মোট পর্ব আছে  ৪×৩ = ১২টি এবং ২ হাতে মোট ১২+১২ = ২৪ টি পর্ব আছে। তারা গণনা করতে এই ২৪ টি পর্বের সাহায্য নিত  যার জন্য তাদের সর্বোচ্চ সংখ্যা ২৪ ধরে হিসাব করতে হত। এই জন্যে মিশরীয়রা ২৪ সংখ্যাকেই প্রাধান্য দেয় এবং আদর্শ মান হিসেবে বিবেচনা করে। তাই যখন তারা দিন ও রাতকে ভাগ করে তখন আদর্শ সংখ্যা হিসেবে ১২+১২ = ২৪ সংখ্যাই নির্ধারিত হয়। এরপর এই বিষয়টিকেই কেন্দ্র করে পরবর্তীতে সুর্য ঘড়ির আবিষ্কার হয়। 

এখন আরেকটা প্রশ্ন, ১ ঘণ্টা = ৬০ মিনিট এবং ১ মিনিট = ৬০ সেকেন্ড হয় কেনো? 

মিশরীয়রা দিন ও রাত মিলিয়ে ১২+১২ = ২৪ ভাগে ভাগ করলেও  পরত্যেকটি ভাগ অতিবাহিত হতে কত সময় লাগবে তা বলেনি। কিন্তু পরবর্তীতে সুমেরীয় সভ্যতায় ২৪ ভাগের প্রত্যেকটি ভাগকে ৬০ ভাগে ভাগ করে হিসাব করা শুরু করে। এতে  সময় আরও সুক্ষভাবে  হিসাব করা যাচ্ছিলো । সুমেরীয়রা ৬০ সংখ্যাকেই কেনো নির্ধারন করেছিলো ? কেনো ৫০/৭০/৮০ অথবা ১০০ ভাগে ভাগ করল না?

সুমেরীয়রা ৬০ সংখ্যাকে চমৎকারী সংখ্যা হিসেবে বিবেচনা করত। ১ টি বৃত্ত সম্পূর্ণ  ৩৬০° কোণের হয়ে থাকে সুতরাং যদি পৃথিবীর ১° ঘুরতে ১ দিন সময় লাগত তাহলে ৩৬০° পথ সম্পূর্ণ ঘুরে আস্তে ৩৬০ দিন লাগত যা প্রায় ৩৬৫ দিনের কাছাকাছি। এই ৩৬০ কে ৬ বার ৬০ যোগে পাওয়া যায়।

৬০+৬০+৬০+৬০+৬০+৬০= ৩৬০

আবার ৬০ এমন একটি সংখ্যা যাকে যথাক্রমে ১,২,৩,৪,৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। 

সুমেরীয়রা ৬০ সংখ্যাকে Geometry, Trigonometry, Astronomy ইত্যাদিতে ব্যাবহার করত যা 60s System বা “Sexagecimal System” নামে পরিচিত। সুমেরীয়দের কাছে ৬০ সংখ্যাটি ছিলোপছন্দের একটি আদর্শ মান। তাই তারা ২৪ ভাগের প্রত্যেকটি ভাগকে ৬০ ভাগে ভাগ করেছিল।

পরবর্তীতে সময়কে সংজ্ঞায়ীত করা হলে মিশরীয় ও সুমেরীয় সভ্যতার পদ্ধতিগুলোকে প্রাধান্য দেওয়া হয় এবং সেজন্যই ১ দিন = ২৫/২৬ অথবা ৩০ ঘণ্টা না হয়ে ২৪ ঘণ্টা, ১ ঘণ্টা = ৫০/ ১০০ মিনিট না হয়ে ৬০ মিনিট এবং ১মিনিট = ৭০/৮০ সেকেন্ড না হয়ে ৬০ সেকেন্ড হয়।

আশা করি আপনাদের এই বিষয়টি ভালো লেগেছে। আবার আসব নতুন নতুন মজাদার বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন , সুস্থ থাকবেন।

ধন্যবাদ ।

Add Comment

Skip to toolbar