ব্রাউজিং ডাটা সেল: অনলাইন ইনকামের নয়া দিগন্ত

২.রেফারেল:

হ্যাঁ,অন্য সব সাইটের চেয়ে এখানে অনেক বেশি লোভনীয় অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার দেয়া হয়।আপনি অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্টার করলে আপনার নামে একটি লিংক জেনারেট হয় এবং ওই লিংকের মাধ্যামে কেউ সফলভাবে একাউন্ট খুললে আপনাকে $100 কমিশন দেয়া হবে।এবং আপনার লিংকের মাধ্যমে যদি কোনো সেলস ঘটে, তবে আপনাকে কমিশন হিসেবে দেয়া হবে $3020।সেলস টা কী তা ব্যাখ্যা করছি।কমিশন আপনার একাউন্টে জমা থাকে যা আপনি এক বছর পর উত্তোলন করতে পারবেন।তবে প্রত্যেক ইনভাইটের জন্য আপনার একটা একাউন্টে একটা করে ক্রেডিট যোগ হয়।দশটা ক্রেডিট এর বিনিময়ে এক মাস আগে টাকা উইথড্র করা যায়।

৩.পেইড সাইন আপস ও সেলস:

এটা তাদের এমন একটা সেবা যা আপনাকে টাকার বিনিময়ে নিতে হবে।যারা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করেন মূলত তাদের জন্যই এটা।আপনি তাদের সার্ভিস কিনলে তারা আপনার সাইট প্রোমোট করে ভিজিটর এবং প্রোডাক্ট সেলের সংখ্যা বাড়িয়ে দেয় এবং বছর শেষে আপনার লাভের পরিমাণ দাঁড়ায় $155k,হ্যাঁ,ঠিকই পড়েছেন,এক লাখ পঞ্চান্ন হাজার ডলার।তবে বছর শেষে আপনাকে আপনার প্রফিটের 34% ফি হিসেবে দিতে হবে।আপনি তাদের সাইটে বিজ্ঞাপন দিতে পারেন,প্রতিটির জন্য খরচ পড়বে $20.

উইথড্র মেথড :

টাকা ইনকাম তো হলো।এখন উইথড্র কীভাবে করবেন?

তাদের 4টা মেথড আছে: পেপাল,ব্যাংক ট্রান্সফার,ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ক্রিপ্টো।যেহেতু বাংলাদেশে পেপাল ও ব্যাংক ট্রান্সফারের সার্ভিস নেই,তাই বাংলাদেশিরা বাকি দুটো মাধ্যমে টাকা উইথড্র করতে পারেন।

কেন ডাটা সেল করব?

ব্রাউজিং ডাটা সেল করা আপনার প্রাইভেসি লঙ্ঘন করে না।এটা শুধু মাত্র ওয়েবসাইটগুলোকে তাদের কন্টেন্ট আপডেট করতে সাহায্য করে।এবং আপনাকে সাহায্য করার জন্য নিয়মিত পে করা হচ্ছে।

ব্রাউজিং ডাটা কতদিনের জন্য সেল করা যাবে?

সাইটটির মতে,আপনি যতদিন চান তত দিন ডাটা সেল করতে পারেন।

তো,সব তথ্য দিয়ে দিলাম,এখন যান কথাগুলো সাইটের সাথে মিলিয়ে নিন।হ্যাপি আর্নিং!

Add Comment