অনলাইনে এখন মানুষ অহরহ নানা বিষয় সার্চ করে থাকে।কফি বানানোর রেসিপি থেকে শুরু করে তারকাদের দাম্পত্য জীবন,সবই থাকে মানুষের আগ্রহের কেন্দ্রে।এমনকি আমরাও প্রায়ই সার্চ করব থাকি,কীভাবে মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করা যায়।টাকা উপার্জন করার জন্য অনেক সময় অনেকে পিটিসি সাইটের দ্বারস্থ হয় বা ক্যাপচা এন্ট্রির কাজ,কিন্তু এগুলো আসলে স্রেফ সময়ের অপচয় আর ইনকামও খুবই সামান্য।কিন্তু আজ আপনারদের কে জানাবো কী করে সার্চ ডাটা ব্যবহার করে ইনকাম করা যায়।
গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিন সার্চ ডাটা প্রক্রিয়া করে এবং সংশ্লিষ্ট সাইট গুলোকে জানিয়ে দেয়,যে মানুষের আগ্রহ কোন দিকে বেশি।আর এসব কাজে গুগল কে কিছু থার্ড-পার্টি সাইট সহযোগিতা করে।তারা গ্রাহকদের কাছ থেকে ব্রাউজিং ডাটা কেনে এবং গুগল,অ্যামাজনের মতো সাইটের কাছে বিক্রি করে। এছাড়া,বিভিন্ন টেক জায়ান্টের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিপ লার্নিং এ ডেটাগুলো ব্যবহৃত হয়।
5billionsales সেরকম ই একটা ওয়েবসাইট।
তারা মূলত তিনটা সার্ভিস দিয়ে থাকে:
১.ব্রাউজিং ডাটা সেল:
5billionsales এ রেজিস্টার করার সাথে সাথেই ইউজার দের কে একটা ব্রাউজার এক্সটেনশন ডাউনলোড করতে হয় যা সার্চ মনিটর করে।ব্যবহারকারীকে প্রত্যেকদিন ন্যূনতম দুইবার সার্চ করতে হয় এবং একবার সার্চ রেজাল্টে ক্লিক করতে হয়।এ দুটো কাজের জন্য একাউন্টে প্রতিদিন $1.60 করে জমা হয় এবং প্রতিদিন ই ডাটা ভেলিডেট করতে হয় যার ফলে ইনকাম একাউন্টে জমা হয়। সাধারণত একাউন্ট চালু হবার এক বছর পর আয়ের টাকা তোলা যায় এবং নিয়মিত ভেলিডেট করলে আয়ের পরিমাণ টা দাঁড়ায় $401!! প্রথমবার উইথড্র করার পর ইনকাম প্রতি মাসে উইথড্র করা যাবে।প্রতিদিন ডাটা ভেলিডেট করার জন্য থাকছে vbonus যা $0.50 করে একাউন্টে জমা হয়।