আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে টিকটকের একটি অফার নিয়ে হাজির হয়েছি। টিকটক তাদের নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে যেখানে যারা নতুন ইউজার তারা ১০০০ টাকা করে পাবে এবং প্রতিদিন ভিডিও দেখার মাধ্যমে 20 টাকা করে ইনকাম হবে যা সাথে সাথে তারা বিকাশ এবং মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবে।
তো আপনার কাছে যদি আগেই টিক টক অ্যাপ টি থেকে থাকে তাহলে অ্যাপটি আনইন্সটল করে পুনরায় প্লে স্টোর থেকে Tiktok অ্যাপসটি ইন্সটল করে নিন নিচের লিঙ্ক থেকে।
অ্যাপ ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিচ্ছিঃ এখানে ডাউনলোড লিঙ্ক
যেভাবে একাউন্ট করবেন
- অ্যাপস টি ওপেন করুন এবং নিচে ডান পাশে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করুন
- এরপর sign up এ ক্লিক করুন
- এরপর গুগোল এ ক্লিক করুন এবং আপনার যতগুলো জিমেইল অ্যাড্রেস আছে সবগুলো শো করবে যে কোন একটি জিমেইল এড্রেস এ ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে
- এরপর আপনি আবারো নিচে ডান পাশে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করুন
- এরপর উপরে বা পাশে সোনালী কালারের একটি কয়েন অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন
- এরপর আপনার অন্য একটি পেজ ওপেন হবে সেখানে দেখতে পাবেন আপনার 10000 পয়েন্ট আছে যার মূল্য 10 টাকা
- এখন আপনি একটি বক্স দেখতে পাবেন যেখানে আপনাকে invitation code দিতে বলবে তো সেই বক্সে ইনভিটেশন কোড হিসেবে BD58071684 এই কোডটি দিয়ে কনফার্ম এ ক্লিক করলে আপনি ১০০০ টাকা বোনাস পাবেন
বিদ্রঃ ইনভাইট কোডে ব্যবহার না করলে আপনি ১০০০ টাকা বোনাস পাবেন না। এটা আপনার ইচ্ছা ১০০০ বোনাস নিবেন কি না? মূলকথা বোনাস নিতে হলে ইনভাইট কোডে ব্যবহার করতে হবে।
যেভাবে পেমেন্ট নেবেন
এখানে আপনি 10 টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন। যদি ওপরে রেফারেল কোড ব্যবহার করেন তাহলে আপনার অলরেডি ১০১০ টাকা ব্যালেন্স হয়ে গেছে তাহলে আপনি পেমেন্ট নেওয়ার জন্য রিচার্জ অপসন এ ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে সাথে সাথে টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন। আপনি এখান থেকে সরাসরি ১০১০ টাকা বিকাশেও পেমেন্ট নিতে পারবেন।
যেহেতু এটি টিকটকের অফিশিয়াল অ্যাপ তাই এই অ্যাপসটি থেকে আপনার হান্ডেট পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি।