আসা করি সবায় ভাল আছেন। আজকে আমি দেখাব কি ভাবে আপনে খুব সহজে Payoneer অ্যাকাউন্ট খুলতে পারবেন।
Payoneer কি :
Payoneer হলো একটা Online ব্যাংকিং সেবা। আপনে অনলাইনে টাকা নিতে হলে বা দিতে হলে অবশ্যয় কোন না কোন অনলাইন ব্যাংকের সাহায্য নিতে হবে। Payoneer একটা জনপ্রিয় Online ব্যাংকিং সেবা। বাংলাদেশের সব Freelancer রা এটার মাধমে টাকা আদান প্রদান করে থাকেন।
কি কি লাগবে অ্যাকাউন্ট খুলতেঃ
১। Payoneer এ একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে
২। একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে
৩। একটা ভেরিফাইড জিমেইল বা অন্য কোন মেইল লাগবে।
৪। একটি ভেরিফাইড ফোন নাম্বার লাগবে।
নিচের স্টেপ গুলো অনুসরন করুন তাহলেই আপনে Payoneer অ্যাকাউন্ট খুলতে পারবেন।
১। Payoneer অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে এই লিঙ্কে যান payoneer sign up
এবং Sign Up & Earn $25* এই বাটনে ক্লিক করুন এই ভাবে অ্যাকাউন্ট করলে আপনার Transaction $100 হলে আপনে $25 পেয়ে যাবেন।
২। উপরের লিঙ্কে গেলে আপনে নিচের স্ক্রীন শট এর মত একটা পেজ দেখতে পাবেন।
৩। Individual সিলেক্ট করে নিচের সব তথ্য গুলো পুরুন করুন। এবং নিচের Next বাটনে ক্লিক করুন।
৪। আপনে পরের পেজে চলে যাবেন এবং নিচের স্ক্রীন শটের মত পেজ দেখতে পাবেন।
৫। Contact Details ফর্মটি পুরুন করে নিন। মনে রাখবেন সব যেন আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এর সাথে মিল থাকে। পুরুন শেষে নিচের Next বাটনে ক্লিক করুন।
৬। তারপর Security Details পেজে চলে যাবেন। এবং নিচের স্ক্রীন শটের মত একটা পেজ দেখতে পাবেন
৭। এখানে আপনে আপনার অ্যাকাউন্ট এর Security অ্যাড করতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার পর একটা Security Question ফিল্ড আছে সেখানে একটা কিছু সিলেক্ট করে Answer ফিল্ডে আপনার Answer টা দিন।এটা কিন্তু মনে রাখা খুব জরুরী তাছাড়া আপনে পরে টাকা উঠাতে পারবেন না।
৮। সবচেয়ে নিচের ফিল্ডে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিন এবং নিচের Next বাটনে ক্লিক করুন।
৯। Almost Done পেজে আপনার বেশি কিছু করতে হবে না শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট Details গুলো দিবেন এবং নিচের চেকবক্স দুটাতে টিক দিয়ে নিচের Submit বাটনে ক্লিক করবেন।
১০। Submit করার পর আপনে Payoneer অ্যাকাউন্ট করার জন্য সফল ভাবে অ্যাপ্লাই করতে পেরেছেন এবং নিচের স্ক্রীন শর্টের মত একটা পেজ দেখতে পাবেন
১১। অভিনন্দন আপনে সঠিকভবে Payoneer account খোলার জন্য আবেদন করেছেন।
১২। এবার কিছুদিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান Payoneer টিম রিভিউ করে আপনাকে একটা মেইল করেবে। অনেক সময় এই মেইল ইনবক্সে আসে না তাই আপনাকে স্পাম ফোল্ডার টা চেক করা লাগতে পারে।
Success Message আসার পর আপনে আপনার Payoneer অ্যাকাউন্ট টা ইউস করতে পারবেন
বিশেষ দ্রষ্টব্য: আপনে $100 হলে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে পারবেন না।
সবায় ভালো থাকবেন এবং আমাদের পোষ্ট গুলো পরবেন।
Vai Ami payoneer account khulechi and active o hoyeche. Ami ekhoni card ER jonno apply korini. Akhon Ami Jodi Amar account a roller transfer kore online theke kono apps kinte chai tahole ki Amar ai payoneer account diye kinte parbo?
I mean without payoneer MasterCard.
Janale khub help hoto.
Thanks
Actually apni card chara online theke kichu kinte parben na. apnar card paoyar jonno min $100 transaction korte hobe.
TechTunesBD er sathe thakar jonno apnake dhonnobad.
Awesome bro
Card chara tk uthano jabay
কার্ড ছাড়া আপনি ব্যাংকে টাকা নিয়ে আসতে পারবেন।