স্মার্টফোনের ব্যাটারি চার্জ কম থাকার ৭টি অন্যতম কারন জেনে নিন

 

আজকাল ৯০% মানুষকে বলতে দেখা যায় যে আমার স্মার্টফোনের ব্যাটারির চার্জ কম থাকে। আপনি কি কখনও একবার্ এর কারন খুজেছেন, কান আপনার  স্মার্টফোনের ব্যাটারি চার্জ কম থাকে। স্মার্টফোনের ব্যাটারি চার্জ কম থাকার অনেক গুলো কারন রয়েছে, তার মধ্যে অন্যতম ৭ টি কারন আপনারদের সামনে আজকে আমি তুলে ধরবো। আমার সাথেই থাকুন।

১। বেশী ভিডিও দেখলে বা ফেসবুক ব্যবহার করলে।

বর্তমানের যুগ মানেই অনলাইনের যুগ। আমারা ফোন হাতে নিলেই হইত ইউটিউব না হই ফেসবুক । আর মাত্তাতিকিক্তত অনলাইন থাকলে আপনার ফোনের চার্জ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। তাই প্রয়োজনের তুলনাই অপ্রয়োজনীয় কাজে অনলাইনে না যাই।

২) নেটওয়ার্ক খারাপ থাকা

এমন কিছু জায়গা আছে যেখানে ফোন নেটওয়ার্ক থাকে যেমনঃ অফিসে, ক্লাসে, লিফটেবা গ্যারেজে। আর নেটওয়ার্ক কম থাকার কারনে আপনার ফোনের ব্যাটারি চার্জ কমে যাবে।

৩। অ্যাপ থেকে বেশী বেশী অ্যালার্ট আসলে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার তো বটেই, আরো অনেক অ্যাপ থেকেই অ্যালার্ট পাঠানো হতে পারে।

৪।আপনার স্মার্টফোন ফোনটি পুরনো হয়ে গেলে।

আপনার ফোনটি যদি পুরনো হয় তাহলে ব্যাটারি চার্জ কম এটাই স্বাভাবিক।

৫। আপনার স্মার্টফোন ফোনটি ইন্টারনেট, ব্লুটুথ সবসময়ে চালু থাকে

৬। তাপমাত্রা বেশি-কম হলে।

প্রচণ্ড ঠাণ্ডা এবং গরম দুটিতে যেমন মানুষের কষ্ট হয় তেমনি আপনার স্মার্টফোনের ফোনের ব্যাটারির উপর চাপ পরে এতে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ব্যাটারির চার্জ কমে যাই।

৭। আপনি সবসময় গুগল ম্যাপ চালু রাখলে।

আপনি যদি সবসময় গুগল ম্যাপ এর মতো ভারি ভারি অ্যাপ চালু রাখেন যেমনঃ গুগল ম্যাপ, পাঠাও, উবার ইত্যাদি

শাইন স্কিন বিডি বাংলাদেশে একটি সম্মানজনক ই-কমার্স সাইট। শাইন স্কিন বিডি কোরিয়ান প্রসাধনী বিক্রি করেই শাইন স্কিন বিডি সবসময় আপনাদের কথা চিন্তা ভাবনা করে। তাই আপনাদের কথা ভেবেই পোস্ট টা করলাম। তাই আমাদের সাথেই থাকুন নেক্সট পোস্ট এর জন্য

Add Comment

Skip to toolbar