স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা ৫জি : বছরের সেরা এনড্রয়েড স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা ৫জি : বছরের সেরা এনড্রয়েড স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ অল্ট্রা ৫জি – স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সম্প্রতি বাজারে আসা ফোনটি ইতোমধ্যেই এনড্রয়েড প্রেমীদের মাঝে আলোড়ন তৈরি করেছে। 

ডিজাইনে খুব বেশি পরিবর্তন না আনলেও স্যামসাং গ্যালাক্সি এস২৩ অল্ট্রা ৫জি  এর ফিচারে এসেছে আমূল পরিবর্তন। 

বিশেষ করে এর ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এখন স্মার্টফোন জগতের “ টক অফ দ্য টাউনে” পরিণত হয়েছে।

চলুন দেখে নেওয়া যাক কি কি নতুন ফিচারের কারণে স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা ৫জি  এবছরের সেরা এন্ড্রয়েড স্মার্টফোন হতে পারেঃ

২০০ মেগা পিক্সেল ক্যামেরা :

ডিজাইন প্রায় একই রকম থাকলেও স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা এবার ক্যামেরা দিয়ে সম্পূর্ণ বাজিমাত করেছে। ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটিতে রয়েছে বেশ কয়েকটি লেন্স।  যেগুলোতে আগের চেয়ে বড় সেন্সরের সাথে সাথে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক ক্যামেরা প্রযুক্তি।

তাছাড়া নাইটোগ্রাফি ফিচারের মাধ্যমে রাতের বেলার কম আলোর ফটোগ্রাফিকে করে তোলা হয়েছে আরো প্রাণবন্ত।

সবকিছুর মিশেলে এস ২৩ আলট্রা এর ক্যামেরা হতে পারে ফটোগ্রাফী প্রেমীদের কাছে এক অনন্য নাম। এবার ফটোগ্রাফী হোক দিনে বা রাতে। 

পারফরম্যান্স: 

Samsung এর এই ফ্ল্যাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এর ৮ জেন ২ প্রসেসর। তার উপর এই চিপসেটটি শুধু স্যামসাং এর জন্যই তৈরি করা হয়েছে। 

পাশাপাশি ফাস্টেস্ট র‍্যাম, স্মার্ট স্টোরেজ সিস্টেম, আধুনিক এন্ড্রয়েড সিস্টেম এর সমন্বয় এর পারফরম্যান্সকে তরান্বিত করে। 

যার ফলে এস ২৩ আলট্রা আপনাকে ভাসাবে স্মুথ পারফরম্যান্স এর মহাসমুদ্রে যেখানে স্লো পারফরম্যান্স বা ল্যাকিং বলে কোন শব্দ থাকবে না।

আরো কিছু ফিচার……

এর রয়েছে বিশাল ব্যাটারি লাইফ, যা কিনা স্মার্টলি অপটিমাইজ করা থাকে ফলে তুলনামূলকভাবে অন্যান্য স্মার্টফোনের ব্যাটারি অপেক্ষা অনেক ভালো ব্যাটারি ব্যাক আপ দেয়।  

এস ২৩ আলট্রা এর সাথে আছে এস-পেন,  যা আপনার কাজকে আরো সহজ করে দেয়।

এই ফোনটির আপগ্রেডেড সিকিউরিটি সিস্টেম আপনার তথ্যকে রাখবে আগের চেয়ে অনেক বেশী সুরক্ষিত।

এর ওয়ান ইউ আই সিস্টেম ব্যবহারকারীদের জন্য সবকিছু সহজ করে তুলেছে।

উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, সবগুলো ফিচারের সমন্বয়ে তৈরি হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা পারফরম্যান্স কিংবা ক্যামেরা সবদিক থেকেই ছাড়িয়ে গেছে আগেরবারের এস ২২ কে। 

ফলে বুঝাই যাচ্ছে এ বছরের এন্ড্রয়েড স্মার্টফোনের বাজারে সারা বছর জুড়েই  নিজের আধিপত্য বজায় রাখবে স্যামসাং এর এই ফ্ল্যাগশিপটি।

Add Comment

Skip to toolbar