হার্ড রিসেট দিন “XIAOMI Mi5/Mi5x/Mi5c” অথবা, “Mi” এর যে কোনো ফোন খুব সহজেই ।

[symple_box style=”boxsucces”]
পদ্ধতি:
[/symple_box]

১। প্রথম ধাপে পাওয়ার বাটনটি ব্যবহার করে আপনার ডিভাইস বন্ধ করুন ।

২।  পরবর্তী, কয়েক সেকেন্ডের জন্য ভলিউম আপ এবং পাওয়ার কী একসাথে ধরে রাখুন ।

৩। যত তাড়াতাড়ি আপনার লোগোতে এমআই লোগো প্রদর্শিত হবে কেবল পাওয়ার বাটনটি ছেড়ে দিন ।

৪। রিকোভারী মোড প্রদর্শিত না হওয়া পর্যন্ত আপনাকে ভলিউম আপ কী ধরে রাখতে হবে ।

৫। তারপরে সিলেক্ট করার জন্য ভলিউম বাটন দিয়ে স্ক্রল করুন এবং পাওয়ার বোতাম ব্যবহার করে “Wipe and Reset” নির্বাচন করুন।

৬। “Wipe All Data“. সিলেক্ট করুন ।

৭। অবশেষে, “Yes” নির্বাচন করে সমগ্র প্রক্রিয়া নিশ্চিত করুন ।

৮। সাবাশ! হার্ড রিসেট অপারেশন সাক্সেস হয়েছে । ?

 

[symple_box style=”boxerror”]
WARNING ! Hard Reset will erase all of your data All described operations you are doing at your own risk.
[/symple_box]

 

https://www.youtube.com/watch?v=UnuM6GiJex0

Add Comment

Skip to toolbar