উইন্ডোজ ১১ অ্যাপসে নতুন আপডেট ২০২১

উইন্ডোজ ১১ রিলিস করার পর থেকেই অনেক সারা পরেছে উইন্ডোজ ব্যবহার করেন যারা তাদের মধ্যে। উইন্ডোজ ১১ নিজস্ব অনেক অ্যাপ আছে যেগুলো ইউজারদের কাছে অনেক উপকারি বলে মনে করছে ইউজাররা।

কিন্তু এখন এইসব নিজস্ব আপের কিছু আপডেট নিয়ে আসছে উইন্ডোজ ১১। আশা করা যায় যেগুলো বাগ ছিল আপের মধ্যে সেগুলো ফিক্স করবে।

উইন্ডোজ ১১ অ্যাপসে নতুন আপডেট ২০২১

উইন্ডোজ ১১ আপডেট সম্পর্কে যেগুলো তথ্য পাওয়া যায় সেগুলো নিছে আলোচনা করা হলঃ

উইন্ডোজ ১১ অ্যাপসে নতুন আপডেট ২০২১

উইন্ডোজ ১১ বিল্ট ইন কিছু অ্যাপসে বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ডেভেলপারদের চ্যানেল উইন্ডোজ ইনসাইডারের ব্যবহারকারীরা এখন স্নিপিং টুল, ক্যালকুলেটর, মেইল ও ক্যালেন্ডার অ্যাপসের আপডেট পরীক্ষা করতে পারবেন। কিছু পরিবর্তন খুব সামান্য হলেও উইন্ডোজ এগারোর ইন্টারফেসের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব অ্যাপস নতুন করে সাজানো হয়েছে। খবর দ্য ভার্জ।

উইন্ডোজ ১১-তে থাকা গতানুগতিক ধারার স্নিপিং টুল এবং স্নিপ অ্যান্ড স্কেচ অ্যাপ সরিয়ে নতুন আঙ্গিকে উভয় সুবিধার স্নিপিং টুল অ্যাপ আনতে যাচ্ছে মাইক্রোসফট। কিবোর্ডের উইন্ডোজ+ শিফট+এস বাটন চেপে ধরার মাধ্যমে উইন্ডোজ ১১-তে স্ক্রিনশট অপশন চালু করা যাবে। এর সঙ্গে নির্ধারিত অংশের স্ক্রিনশট গ্রহণে স্নিপিং মেন্যুও চালু হয়ে যাবে।

একবার স্ক্রিনশট নেয়া হয়ে গেলে স্নিপিং টুলে ক্রপিং, অ্যানোটেশনসসহ বিভিন্ন এডিটিং সুবিধা ব্যবহার করা যাবে। এছাড়াও মাইক্রোসফট স্নিপিং টুলে ডার্ক মোডও যুক্ত করতে যাচ্ছে। এর ফলে উইন্ডোজ ১১-এর থিমের সঙ্গে এটি সহজেই মিলে যাবে।

স্নিপিং টুলের পাশাপাশি মাইক্রোসফট তার মেইল ও ক্যালেন্ডার অ্যাপেও পরিবর্তন আনতে যাচ্ছে। উইন্ডোজ ইনবক্স অ্যাপসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভ গ্রোচকি বলেন, আমরা এসব অ্যাপে রাউন্ডেড কর্নারসহ আরো কিছু পরিবর্তন এনেছি। যাতে করে উইন্ডোজ ১১-এর থিমের সঙ্গে এগুলো সামঞ্জস্যপূর্ণ হয়।

বোনাসঃ ডাউনলোড করুন Microsoft Office 2019 Pro Plus

অন্যদিকে ক্যালকুলেটর অ্যাপেও সামান্য কিছু পরিবর্তন নিয়ে আসছে মাইক্রোসফট। এ পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যালকুলেটরের জন্য আলাদা থিম নির্ধারণ করতে পারবেন।

Add Comment

Skip to toolbar