কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখার উপায়

কম্পিউটারে ভাইরাস নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন তাই নয় কি? কিন্তু আমরা সবাই হয়ত জানি কম্পিউটার ভাইরাস হলো ক্ষতিকর প্রোগ্রাম, যা কম্পিউটার নিজে নিজে তৈরি করতে পারে না। ভাইরাসের ছড়ানোর প্রধান মাধ্যমগুলো হল ইন্টারনেট বা পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ। আমরা যদি সতর্কতার সাথে ইন্টারনেট ও পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ ও ইন্টারনেট ব্যবহার করি তাহলে আমরা নিশ্চিত ভাবেই ভাইরাস মুক্ত থাকতে পারব।

আসুন আমরা জেনে নিই কিভাবে সতর্কতার সাথে পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ ব্যবহার করলে পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভ এর মাধ্যমে আমাদের কম্পিউটার ভাইরাস আক্রান্ত হবে নাঃ

১। কম্পিউটারে অটোরান ও অটোপ্লে বন্ধ করুন।
২। পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভের উপর ডাবল ক্লিক করবেন না।
৩। পেন ড্রাইভ/USB ফ্লাস ড্রাইভের হিডেন ফাইলগুলোকে বের করে সন্দেহমূলক ও অপ্রয়োজনীয় ফাইলগুলো সাবধানে মুছে ফেলুন।

ধন্যবাদ
TheTechSenses
আরও টিপস এন্ড ট্রিকস জানতে সাবস্ক্রাইব করুন

ভিডিও লিঙ্কঃ

Add Comment

Skip to toolbar