ঘুমের সমস্যা দূর করবে এই স্মার্টওয়াচ Pebble Pace Pro

প্রযুক্তি বাজারে নতুন আরও একটি স্মার্টওয়াচ যুক্ত হলো। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভারতে লঞ্চ হল তাইওয়ান সংস্থা Pebble -র নতুন স্মার্টওয়াচটি। যেটির নাম Pebble Pace Pro। ১.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে আসা ঘড়িটিতে রয়েছে অসংখ্য ফিচার। যার মধ্যে একটি ব্যবহারকারীর অনিদ্রার সমস্যাও সমাধান করবে।

দিন দিন সব বয়সীদের কাছেই স্মার্টওয়াচ জনপ্রিয় হয়ে উঠছে। শুধু সময় দেখার জন্য ঘড়ি ব্যবহারের দিন ফুরিয়েছে বেশ কয়েক বছর আগেই। স্মার্টফোনের বিকল্প হিসেবেই ধরা হয় স্মার্টওয়াচকে। এই স্মার্টওয়াচটিতেও রয়েছে SPo2 মনিটর, ব্লাড প্রেসার মনিটর, হার্ট রেট মনিটরের মত একাধিক হেলথ ফিচার।

সেই সঙ্গে ৮টি স্পোর্টস মোড এবং স্টেপ কাউন্টার ফিচার পাবেন ব্যবহারকারীরা। যা সারাদিনে ব্যবহারকারী কত স্টেপ হাঁটলেন এবং কত ক্যালরি বার্ন করলেন তা নিরীক্ষণ করবে। এমনকি ব্যবহারকারীর স্লিপ প্যাটার্ন মনিটর করতে সক্ষম ঘড়িটি। সংস্থার দাবি, ঘড়িটি সচল রাখলে এক চার্জে একটানা ১৫দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

পেবল পেস প্রো স্মাটওয়াচটি ১.৭ ইঞ্চি কার্ভড গ্লাস এইচডি ডিসপ্লের সঙ্গে এসেছে। ডিসপ্লেটির চারধার ম্যাট ফিনিশ লুকের। এর ডান ধারে রয়েছে একটি বাটন। স্মার্টওয়াচটিতে থাকবে একশোটিরও বেশি ওয়াচফেস। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো ওয়াচফেস বেছে নিতে পারবেন এর থেকে। ঘড়িটির স্ট্র্যাপ পরিবর্তনশীল অর্থাৎ ব্যবহারকারী চাইলেই এর স্ট্র্যাপ বদল করতে পারবেন যে কোনো সময়।

স্মার্টওয়াচটির ইজি অ্যাক্সেস ইন্টালিজেন্ট মেনুর মাধ্যমে এর হোমস্ক্রিনের বাঁদিকে সোয়াইপ করে বেশি ব্যবহৃত অ্যাপ ও ফিচারগুলোকে সহজেই অ্যাক্সেস করা যাবে। তদুপরি, এর স্মার্ট নোটিফিকেশন ফিচার গুরুত্বপূর্ণ ইমেইল, মেসেজ সম্পর্কে সজাগ করবে।

এমনকি ব্যবহারকারী চাইলে এই স্মার্টওয়াচ থেকে তার ফোন কল মিউটও করে দিতে পারবেন। এই ফিচারগুলো ছাড়া স্মার্টওয়াচটিতে স্টপওয়াচ, অ্যালার্ম, ওয়েদার আপডেট, কল অ্যালার্ট এবং ইনবিল্ট গেম উপলব্ধ।

২৪ ঘন্টা ধরে সঠিকভাবে রক্তের অক্সিজেন লেভেল, হার্ট রেট এবং ব্লাড প্রেসার নিরীক্ষণ করার জন্য এতে রয়েছে নির্দিষ্ট দুটি সেন্সরসর। স্মার্টওয়াচটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, এতে থাকছে স্লিপ প্যাটার্ন মনিটর। যা ব্যবহারকারীকে স্লিপিং হ্যাবিট পরিবর্তন করে লাইফস্টাইল বদলাতে পরামর্শ দেবে।

স্মার্টওয়াচটির পরিমাপ ১০x১০x১০ সেন্টিমিটার এবং ওজন ৪৬ গ্রাম। ভারতীয় বাজারে এর মূল্য রাখা হয়েছে মাত্র ২ হাজার ৯৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এটি কিনতে পাওয়া যাবে। গোল্ডেন ব্ল্যাক, আইভরি, জেট ব্ল্যাক এবং মেটালিক ব্লু এই চারটি কালার অপশনে স্মার্টওয়াচটি পাবেন গ্রাহকরা।

Add Comment

Skip to toolbar