Internet Download Manager সারা জীবনের জন্য এক্টিভেট করে নিন কোন প্রকার টাকা লাগবে না

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের সেই কম্পিউটারের এমন একটি ফাইল শেয়ার করবো যা ঠিক মত কাজ না করলে মাথা নস্ট হয়ে যায়, মেজাজ খারাপ হয়, বিরক্ত হয়।

আমরা এখন স্মার্ট ফোনের পাশাপাশি অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি। কম্পিউটার দিয়ে ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করার জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হল Internet Download Manager

Internet Download Manager কম্পিউটারের সফটওয়্যার

Internet Download Manager কম্পিউটারের এই সফটওয়্যার টি নিয়ে কিছু মানুষের দুরচিন্তার শেষ নেই। ইন্টানেটে এই সফটওয়্যার সার্চ দিলে আপনি অনেক ডাউনলোড ফাইল পাবেন কিন্তু সেটা ১ মাসের জন্য। ১ মাস ফ্রি ব্যবহার করার পর যখন সিরিয়াল কী চায় তখন এর যে কি সমস্যা তা শুধু মাত্র যারা কম্পউটার ব্যবহার করে তারাই জানে।

তো এই সফটওয়্যার টি অফিসিয়াল ভাবে কিনতে আপনার কত ডলার লাগবে তা জানতে নিচের লিংক এ ক্লিক করুন।

IDM Price

আর যদি কিনতে না চান তাহলে আমার দেওয়া এই ফাইলটি ডাউনলোড করে নিন, কথা দিলাম আজ থেকে এই সফটওয়্যার টি নিয়ে আর কারো কোন প্রকার চিন্তা করতে হবে না।

আপনি যতদিন কম্পিউটার ব্যবহার করবেন ঠিক ততদিন এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, কোন প্রকার সিরিয়াল কী চাইবে না।

File Name : Internet Download Manager

File Size : 11.5 MB

File Version:  6.35

ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন।

DOWNLOAD

এই ফাইলটি সম্পূর্ন ফ্রি তে ডাউনলোড করতে পারবেন।

যেভাবে Setup করবেন।

  1. ফাইলটি ডাউনলোড করুন,
  2. এরপর Unzip করুন।
  3. Unzip করার পর দেখবেন IDM এর মেইল ফাইল আছে সাথে একটি ফোল্ডার আছে
  4. এরপর IDM সফটওয়্যারটি Setup করুন। Setup হয়ে গেলে ফোল্ডার টি ওপেন করুন।
  5. এরপর দেখবেন 32 bit ও 64 bit এর দুইটা ফাইল আছে।
  6. আপনার কম্পিউটার যদি 32 bit হয় তাহলে 32 bit এর ফাইল টা Unzip করে Setup করুন। আর যদি আপনার কম্পিউটার যদি 64 bit হয় তাহলে 64 bit এর ফাইল টা Unzip করে Setup করুন।
  7. Setup successful হয়ে গেলে আপনি সারা জীবনের জন্য এটি ব্যবহার করতে পারবেন। যদি কোন সময় আবার সিরিয়াল কী চায় তাহলে ওই ফোল্ডার থেকে যে ফাইল টা Setup করেছিলেন সে ফাইল টা আবার Setup করবেন তাহলে আর সিরিয়াল কী চাইবে না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

2 Comments

  1. Md Asraful Alam September 28, 2020
  2. Cheap Web Hosting November 11, 2022

Add Comment

Skip to toolbar