যে চারটি এপ না হলে হয়ই না আমার! এপ রিভিউ | Best 4 App For Me! App Review

প্রিয় টেকটিউনসবাসী আসসালামুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন, আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।

তো আজকে আমি চারটি এপ রিভিউ দিতে চাচ্ছি…

আর এপ চারটি খুব স্পেশাল না! তবে আমার ফোনে না থাকলে ফোন যেন কেমন কেমন লাগে… 🙄

 

তো চলুন জানা যাক কেমন সেই চারটি এপ যা না হলে আমার হয়ই না।

 

১.) Bangla Dictionary

নাম শুনেই চিনতে পারছেন, এবং অনেকেই ব্যাবহার করেন অবশ্যই।

আর যারা ব্যাবহার করেন না তাদের বলছি..

বাংলা ডিকশনারির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি এপ,

এতে আপনি বাংলা ইংলিশ এবং ইংলিশ টু বাংলা ট্র্যান্সলেট করতে পারবেন|

আর হ্যা, এটা সম্পূর্ণ অফলাইনে কাজ করে।

 

২.) Ridmik Keyboard

এটা সম্পর্কে সবাই জানেন, তাই আর বেশি কিছু বলতে চাচ্ছি না।

বাংলা লেখার জন্য সেরা একটি এপ।

 

৩.)Internet Speed Meter

হয়তো খুব বেশি লোকজন এপটি ব্যাবহার করেন না, তবে অনেকেই ব্যাবহার করেন।

এপটির কাজ ইন্টারনেট ইউজ করতেছেন কতটুকু স্পিডে চলতেছে সেটা আপনার নোটিফিকেশনে দেখতে পাবেন, ডাউনলোড/আপলোড করতেছেন সেটা দেখা যাবে।

এবং একদিনে কত এমবি/জিবি খরচ করলেন, একসপ্তাহে কতটুকু করলেন, এবং একমাসে কতটুকু ব্যাবহার করেছেন সব এপের ভেতর পাবেন|

 

৪.) Clip Stack

 

এটার কাজ হলো আপনি যা কপি করবেন সব জমা হয়ে থাকবে! মানে একঘণ্টা আগে একি লেখা কপি করেছেন আবার এখন আরেকটি লেখা কপি করেছেন, তো এখন আগের লেখাটি আপনার প্রয়োজন,  এখন লেখাটি কই পাবেন?

মাফি মুশকিল! Clip Stack আছে না!  🤪

এই এপের মধ্যে আপনি যা যা কপি করেছেন, সব জমে আছে|

 

তো এই ছিল আমার এপ রিভিউ।

আশা করি ভাল লাগে নাই! 🙄

ইনশাল্লাহ পরের বার আরেকটু ভাল করার চেষ্ট করব।

ধন্যবাদ|

Add Comment

Skip to toolbar