ভারতে ৩০ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ

৩০ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ

ভারতে ৩০ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। জানা গেছে, শুধুমাত্র ১৬ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে এই অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছে।

৩০ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ

ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করতে নির্দেশিকা জারি করা হয়েছে। গতকাল (৩১ আগস্ট) মঙ্গলবার হোয়াটসঅ্যাপ সেই রিপোর্ট প্রকাশ করেছে।

আরো জানুনঃ Facebook অ্যাপেই ভয়েস ও ভিডিও কল সুবিধা পাবেন

রিপোর্টে জানা গেছে, মাত্র ৪৬ দিনের ব্যবধানে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৩০ লাখ ২৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। মোট ৫৯৪টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপের কাছে।

যাদের মধ্যে অ্যাকাউন্ট সাপোর্টের আবেদন ১৩৭টি, অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আবেদন ৩১৬টি, অন্যান্য সাপোর্ট চেয়ে আবেদন ৪৫টি, প্রোডাক্ট সাপোর্টের অভিযোগ ৬৪টি এবং নিরাপত্তার নিয়ো অভিযোগ জনা পড়েছে ৩২টি। মোট ৭৪ টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরো জানুনঃ ফেসবুক অ্যাপ Dark Mode করবেন যেভাবে