আমার প্রিয় ও দরকারি ৭ টি Gardening Tools

আমি যখন বাগান করতে চাই শখেরবশে তখন আমি কি কাজে কি যন্ত্র ব্যবহার করতে হবে কই খুজে পাওয়া যাবে তা নিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছিলাম। তার জন্য আজকে আমি লিখতে বসেছি আমার প্রিয় ও দরকারি ৭ টি Gardening Tools

কোদাল

আমার লিস্টের প্রথম টুলসের নাম কোদাল।  কোদাল একটি দীর্ঘ হ্যান্ডেল এবং একটি  ধারালো মাথা আছে।  কোনও বাগান করা একটি কোদাল ছাড়া সম্পূর্ণ হয় না! আপনার খননের কাজ, লনগুলি কিনারা ঠিক, ট্রান্সপ্লান্টিং, গুল্ম বিভাজন, ট্রেঞ্চিং এবং আরও অনেক কিছুর জন্য আপনার প্রয়োজন হবে কোদাল । কোদাল আমরা এখন অনলাইনে অর্ডার করতে পারি । এছাড়া আমরা গুলিস্থান, চকবাজার , নিউ মার্কেট ইত্যাদি জাইগায় পেতে পারি।

হ্যান্ড টাওয়েল

কোদাল দিয়ে কাজ করতে করতে আপনার শরীর ঘাম ভিজে যাবে সেই সাথে সাথে ভিজবে আপনার হাতের তালু । হাতের তালু ভিজলে আপনার হাত থেকে কোদাল ছুটে যেতে পারে বাঁধতে পারে এক বিপত্তি । বাগান কাজে অনেক ঘাম ঝড়ে তাই বাগানের কাজের সময় কাছে রাখুন ছোট রুমাল বা হ্যান্ড টাওয়েল। কই পাবেন ভাবছেন আপনার বাসার আশেপাশে দোকানে রুমাল পাবেন।

Secateurs

Secateurs বাংলা কি আমি নিজেও জানিনা। দোকানে গিয়ে Secateurs বললেই দিয়ে দিবে। এটা আমি ইউটিউব ভিডিওতে দেখে এই নাম দিয়ে কিনেছি। এটা মূলত গাছের অতিরিক্ত পাতা, মরা পাতা, মরা ডাল কাটতে ব্যবহার হয়ে থাকে। Secateurs আমরা এখন অনলাইনে অর্ডার করতে পারি । এছাড়া আমরা গুলিস্থান, চকবাজার , নিউ মার্কেট ইত্যাদি জাইগায় পেতে পারি।

Gardening Gloves

Gardening Gloves আর একটি বাগান করার গুরুত্বপূর্ণ জিনিষ। আপনি গাছ লাগানো, গাছ কাঁটা, আগাছা নিড়ানো ইত্যাদি কাজের সময় দরকার পরবে। যদিও অনেকেই Gardening Gloves কিনে না সরাসরি হাত দিয়ে এই সব কাজ করে থাকে তবে আমার মতামত যদি হাত কেটে যায় বা কাঁটা বিঁধে হাতে বা কোন কিছুর গুতা লেগে যায় এইসব থেকে হাতকে রক্ষা করতে Gardening Gloves ব্যবহার করা উচিত।

Fork

Fork হাহাহা ভেবে বইসেন না এটা কাঁটা চামচ।  Fork দিয়ে আমরা বাগানের মাটি মিক্স করতে পারি, জৈব সার মিক্স, কোন জমাট মাটি আলাদা করা ইত্যাদি কাজে  ব্যবহার করা হয়ে থাকে। অনেকে এই কাজ হাত দিয়ে করে থাকে তবে আমি হাতের ব্যবহার নিরুৎসাহিত করি। কারন হাতে ময়লা লাগা, গুতা লাগা, কেটে যাবার ভয় থাকে। এই সবের হাত থেকে নিজের হাতকে রক্ষা করতে Fork ব্যবহার করুন। আমরা এখন অনলাইনে অর্ডার করতে পারি । এছাড়া আমরা গুলিস্থান, চকবাজার , নিউ মার্কেট ইত্যাদি জাইগায় পেতে পারি।

Rake

Rake আর এক নাম মই। যখন আমরা মাটি গাছ লাগানোর জন্য তৈরি করি তখন মাটির আগাছা, পাথর, শক্ত মাটি ইত্যাদি আলাদা করতে rake ব্যবহার করা হয়। আমরা এখন অনলাইনে অর্ডার করতে পারি । এছাড়া আমরা গুলিস্থান, চকবাজার , নিউ মার্কেট ইত্যাদি জাইগায় পেতে পারি।

বেলচা

আর একটি দরকারি জিনিষ হচ্ছে বেলচা (shovel) । আপনি যেকোন কিছু হাত দিয়ে ধরার পরিবর্তে বেলচা ব্যবহার করতে পারেন। বেলচা নিয়ে কিছু বলার দরকার নেই এটা শুধু বাগান করার ক্ষেত্রে না ঘরের আর অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে থাকে।

কই পাবেন এই সমস্ত বাগান করার সরঞ্জাম । আপনি আপনার বাসার আসে পাশের দোকানে পেতে পারেন, এছাড়া গুলিস্থান, নিউ মার্কেট, চকবাজার কিংবা অনলাইনে পেতে পারেন। অনলাইনে পেতে গুগলে এয়ারছ করতে পারেন Gardening Tools in Bangladesh তারপর  দাম, মান ও তাদের রিভিউ চেক করে কিনুন।

আজকে যাচ্ছি আগামিতে শেয়ার করবো আমার বাগান করা নিয়ে মজার কিছু অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।

Add Comment