সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ পাসওয়ার্ড 2022

চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো ‌‌‘password’। ২০২২ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনার জনপ্রিয় সফটওয়্যার ‘নর্ডপাস’। সেখানেই এ তথ্য উঠে আসে।

বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘bigbaske’ ও ‘123456’। ইন্টারনেটে প্রকাশিত কয়েক লাখের বেশি পাসওয়ার্ড সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে নর্ডপাস।

জানা গেছে, ভারতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্ন অনলাইন সার্ভিসে সাইন আপ করার জন্য পাসওয়ার্ড হিসেবে ‘password’ শব্দটিকেই ব্যবহার করছেন।

বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় আরও আছে যথাক্রমে 12345678, 123456789, 1234567890, 111111, pass@123, abcd1234 ও anmol123।

জনপ্রিয় পাসওয়ার্ডের তালিকায় আরও রয়েছে, googledummy, iloveyou ও admin।

নর্ডপাসের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে কেউ শতভাগ নিরাপদ নয়। হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকতে চাইলে ব্যবহারকারীদের এমন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত, যা সহজে অনুমান করা যায় না।

Add Comment

Skip to toolbar