রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩২ তম ব্যাচের পূর্ণমিলনী উপলক্ষ্যে, সেই ব্যাচের স্মৃতিতে খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে নতুন সঙ্গীত ভিডিও ‘বত্রিশ বত্রিশ’। গানটিতে কথা ও সুর দিয়েছেন মাহবুবুল খালিদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজিব।
সুন্দর এই গানটির লিরিক্স,
বত্রিশ বত্রিশ বন্ধু তোরা মনে রাখিস
বত্রিশ বত্রিশ আমরা বত্রিশ
মতিহারের সবুজ বুকে হাঁটছি কতো
ধরে রোড প্যারিস রোড প্যারিস,
বত্রিশ বত্রিশ আমরা বত্রিশ॥
দেশ-বিদেশের যেথায় থাকি
বিশ্বটা যতোই ঘুরি
তবু মোরা স্বপ্নে দেখি মতিহারই
হারানো সেই যৌবনটা সেই সেথায়ই
খুঁজে ফিরি খুঁজে ফিরি।
ঐ সবুজেই আনাগোনা করি ফিসফিস
বত্রিশ বত্রিশ আমরা বত্রিশ॥
আমার বত্রিশের বন্ধুরা
সবার পাশেই আছি সবাই আমরা।
আমরা যে বন্ধু সবাই
আত্মার আত্মা
বন্ধুকে ভালোবেসেই হবো
আমরা মহাত্মা।
বন্ধুর প্রতি বন্ধুর আশিস
বত্রিশ বত্রিশ আমরা বত্রিশ॥
এ জনমে পেয়েছি তোদের তাইতো মোরা ধন্য
ধন্য ধন্য আমরা ধন্য
চিরদিন থাকবে এ ঋণ,
যা হবার নয়, শোধ কোনোদিন।
(আমি) স্বর্গে গিয়েও খুঁজবো রে হায়
কে আছিস বত্রিশ কোথায়
সেই খুশিতে বাজাবো শিস
বত্রিশ বত্রিশ আমরা বত্রিশ॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।