Jana Gana Mana অসাধারণ ক্রাইম থ্রিলার একটি মুভি, রিভিউ এবং সাথে ডাউনলোড লিংক সহ থাকছে অনলাইন ওয়াচ লিংক (MX Player)

Jana Gana Mana

মুভি রিভিউঃ এই মুভি আপনাকে ভাবাতে বাধ্য করবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। দুইধরনের সত্য এখানে তুলে ধরা হয়েছে- একটা শুনতে ভালো লাগবে, আর অন্যটা ভালো না-ও লাগতে পারে। বাকিটা আপনার উপর, আপনি কোনটা মানবেন।

মুভিটার স্ক্রিনপ্লে জাস্ট দুর্দান্ত। পুলিশ ইনভেস্টিগেশন, ছাত্র-ছাত্রীদের আন্দোলন, কোর্টরুম সিন সবকিছুকে এক সুতোয় খুব দক্ষতার সাথে বাঁধা হয়েছে। জনরা ক্রাইম-ড্রামা ভেবে দেখতে বসেছিলাম, আর বাকিটা… যারা দেখেছেন তারা তো জানেনই। গিরগিটি যেভাবে নিজের রঙ বদলায়, এই মুভিও সেভাবে বারবার হঠাৎ করে জনরা বদলে ফেলছিল। ইনভেস্টিগেশন থ্রিলার থেকে একসময় হয়ে যায় কোর্টরুম ড্রামা। তারপর মিস্ট্রি, আবার তা থেকে রিভেঞ্জ, পলিটিক্সে গল্প মোড় নেয়। রাইটার যেন অডিয়েন্সকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। এরপরের সিনে কি হবে তা নিয়ে এক সাসপেন্স ক্রিয়েট হয়েছিল। সেকেন্ড হাফ আমায় এভাবে অবাক করবে ভাবিনি। টুইস্ট & টার্নের পাশাপাশি অনেক ঘটনা এই মুভিতে উঠে আসে যেগুলো আমরা আগেও দেখেছি/শুনেছি আর সেগুলোর কথা ভাবলে এখনও আমাদের টনক নড়ায়। বেশকিছু ডায়লগ ভাবাবে। সেকেন্ড হাফে পৃথ্বিরাজ সুকুমারানের ডায়লগ গুলো দুর্দান্ত ছিল। আর পৃথ্বিরাজ সেগুলোকে এমনভাবে বলছিলেন, সেগুলোর ওজন যেন আরো বেড়ে যাচ্ছিল। এই লোকটার অভিনয়ে বহুবার মুগ্ধ হয়েছি, আবারও হলাম। ডায়লগ ডেলিভারি, চোখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল যে চোখ সরাতে পারিনি! সবমিলিয়ে, মনে রাখার মতো স্ক্রিন প্রেজেন্স ছিল পৃথ্বিরাজ সুকুমারানের। সুরজ ভেঞ্জরমূদু খুব ভালো অভিনয় করেছেন। মমতা মোহনদাস সহ সবাই নিজের ভালোটা দিয়েছেন। মুভির টেকনিক্যাল সাইট যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, এডিটিং সহ সিনেমাটোগ্রাফি সবকিছুই পারফেক্ট লেগেছে আমার কাছে।

এমন মুভি বানাতে অনেক সাহস প্রয়োজন। তার চেয়েও বেশি দরকার হয় দৃঢ় আত্মবিশ্বাসের। এই মুভিকে যেভাবে লেখা আর প্রেজেন্ট করা হয়েছে তার জন্য মুভির রাইটার, ডিরেক্টরের প্রশংসা সতিই করতেই হয়।

Film: Jana Gana Mana (2022)

Director: Dijo Jose Anton

এতকিছু দেখানোর পরও শেষে পৃথ্বিরাজ সুকুমারান বললেন, “This is just the beginning”‼️-সামনে এই খেলা যে আরো ভয়ঙ্কর হতে চলেছে সেটা আর আলাদা করে বলতে হয় না।

Download Link : 480P / 720P

Or

Watch Online (MX Player Required) :

Watch Online Click Here

Add Comment

Skip to toolbar