Asus zephyrus m16 কি বাজারের সেরা গেমিং ল্যাপটপ? জেনে নিন এখনি!

আসুসের ল্যাপটপ বরাবই বাজারের সেরা আর সেটি যদি গেমিং সেক্টরের হয়ে থাকে তাহলে তার প্রতিদন্দী পাওয়া অনেকটাই কষ্টকর। কারণ, বাজারে অত্যান্ত কম দামে তারা যে ফিচার সমৃদ্ধ ল্যাপটপ নিয়ে আসে তা অন্যান্য যেকোন ব্যান্ডের থেকে অনেক দ্রুত এবং সমৃদ্ধ। এবার কথা বলা যাক আসুসের একটি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ Asus Zephyrus m16 নিয়ে। Asus Zephyrus m16 কে কোনো সেরা Gaming Laptop বলা হয় এবং কি বিশেষ ফিচার রয়েছে ইউজারদের জন্য?

যারা এই গ্রাফিক্স কার্ডের সংকটের বাজারে RTX 3070 Ti এর মতো গ্রাফিক্স কার্ডের এ রে-ট্রেসিং এর এক্সপেরিয়েন্স নিতে চাই সাথে সাথে Intel Core i9-12900H এর  পাওয়ারফুল ১৪ কোরের চিপসেটের বুষ্টে ভিডিও এডিটিং এক্সপেরিন্সকে করতে চাই আরো দূর্দান্ত তাদের জন্য এটার বিকল্প কিছু হতেই পারে না৷

কি থাকছে Asus Zephyrus m16 ল্যাপটপে?

একটি ল্যাপটপ মূলত দুটি কারণে কেনা হয়ে থাকে- ১) প্রোডাকটিভিটির জন্য ২) গেমিং এর জন্য। প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো মূলত গেমিং বা প্রোডাকটিভির মধ্যে ভিডিও এডিটিং এর জন্য ব্যবহৃত হয়ে থাকে। গেমিং বা ভিডিও এডিটিং এর জন্য দরকার হয় প্রিমিয়াম সেগমেন্টের প্রসেসর ও গ্রাফিক্সকার্ড এবং ডিসপ্লের রিফ্রেসরেট ও একটি বড় ভূমিকা রাখে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো এই ল্যাপটপটি আপনাকে সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স কোন কোন ক্ষেত্রে দিতে পারবে। তাছাড়া আপনি যদি দাম বিবেচনা করতে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনি asus laptop price in bangladesh লিখে সার্চ করতে পারেন। যার মাধ্যমে আপনি সঠিকভাবে দাম বিবেচনা করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে Asus Zephyrus m16 এ এবং কেন এটি সেরা গ্যামিং এর জন্য

চিপসেট

ল্যাপটপটিতে থাকছে Intel Core i9-12900H পাওয়ারফুল একটি প্রসেসর। ১৪ কোর সম্পন্ন ১২ জেনারেশনের প্রসেসর হতে পারে আপনার ভিডিও এডিটিং সেটাপের জন্য সবচেয়ে পছন্দের। এছাড়াও ৬টি পার্ফর্মেন্স কোর ৫ গিগাহার্জ পর্যন্ত যেতে পারে যা আপনার সিংগেল কোর গেমিং এক্সপেরিন্সকে দিতে পারে একটি অনন্য মাত্রা আর প্রতিদিনের কাজের জন্য ৮ টি কোরের বেস ক্লক স্পিড রাখা হয়েছে ৩.৮ গিগাহার্জ যা অবশ্যই আপনার ল্যাপটপটিকে রাখবে দীর্ঘক্ষণ সচল।

গ্রাফিক্স কার্ড

গ্রফিক্স কার্ড যখন এই বাজারে একটি সোনার হরিণের মতো সেখানে এটাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট ভেদে RTX 3050Ti, RTX 3060, RTX 3070, RTX 3070Ti, RTX 3080Ti এর মতো গ্রাফিক্স কার্ড। যারা গ্রাফিক্স ইনটেন্সিভ মডেলিং বা গেমিং করতে চাই তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডগুলোর বিকল্পই নেই এবং সেখানে এটি যদি পাওয়া যায় সবচেয়ে ভালো প্রসেসর সম্পন্ন একটি ল্যাপটপের প্যাকেজে তাহলে আর কোন অপশন নিয়েই চিন্তা করা উচিত নয়। গেমিং নিয়ে যারা অনেক চিন্তিত তারা হয়ে যেতে পারো এটার মাধ্যমে সবচেয়ে চিন্তা মুক্ত একজন গেমার।

ডিসপ্লে

১০০% DCI-P3 ডিসপ্লে- এই শব্দটিই যথেষ্ট একজন গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটরকে এই ডিসপ্লের প্রেমে ফেলতে। এতটা কালার একুরিসি সম্পন্ন একটি ডিসপ্লে এই মার্কেটে কোন ল্যাপটপে পাওয়া অনেক কষ্টসাধ্য তবে যদিও বা পাওয়া যায় সেগুলো কর্পরেট কেন্দ্রিক হওয়াই পার্ফর্মেন্স অনেক কম সেখানেই হাই পার্ফর্মেন্স সম্পন্ন একটি ল্যাপটপে এই ডিসপ্লে পাওয়া অনেকটাই মনের আশা পূর্ণ হওয়া। তবে যাদের এডিটিং এর সাথে কাজ নেই, ল্যাপটপ শুধুই গেমিং এর জন্য তাদেরকেও হতাশ করেনি আসুস কারণ তারা এটাই রেখেছে ১৬৫ হার্জ রিফ্রেস রেট যা যেকোন গেমারের জন্য যথেষ্ট।

র‍্যাম ও স্টোরেজ

16GB DDR5 র‍্যাম এই প্রাইস পয়েন্টে অনেকটাই অকল্পনিও তবে তা যদি হয় সুপার ফার্স্ট  2TB M.2 NVMe™ PCIe® 4.0 Performance SSD তাহলে আর কোন কথাই থাকে না। ল্যাপটপের যেকোন টাস্ক এক্সিকিউট হবে সবচেয়ে দ্রুত গতিতে আর সাথে সাথেই থাকছে সুপার ফার্স্ট ভিডিও ইমপোর্ট, এক্সপোর্টের আনন্দ। সময়ক বাচাতে এমন একটি দ্রুত SSD কতটা প্রয়োজন তা শুধু প্রোফেশনালরাই বুঝেন এবং আপনিও যদি প্রোফেশনাল হবার পথে থাকেন এই ল্যাপটপ ব্যবহার করলেই বুঝবেন আপনি কতটা লাভবান।

ব্যাটারি

ল্যাপটপের ব্যাটারি নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি যে এতটা পার্ফর্মেন্স দেওয়া ল্যাপটপে স্কিন অন টাইম কতই বা পেতে পারি আমরা? তবে আশার কথা হলো, এই ল্যাপটপ অনেক ইফিসিয়েন্ট এমনকি যা আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না। রেগুলার ব্যবহারে এটি ৫ ঘন্টার মতো স্কিন অন টাইম দিয়ে থাকে এবং পার্ফমেন্স মোডে যা চলে যা প্রায় ৩ ঘন্টা থেকে সাড়ে তিনঘন্টা। অবশ্যই একটি গেমিং ল্যাপটপ হিসেবে এটি একটি অনেক বড় পাওয়াই।

কোথায় পাবো এই দূর্দান্ত ল্যাপটপ?

অনলাইনে কিনার জন্য অনেক ওয়েসাইট ই আছে তবে আমার পরামর্শ থাকবে  ঢাকার বসুন্ধরার MC Solution BD অথেন্টিক Asus Zephyrus m16 দিচ্ছে তারা ভেরিয়েন্টভেদে ২,২৫,০০০- ৩,৮৫,০০০ টাকা মাত্রতে। আমি মনে করি একটি গেমিং ল্যাপটপ হিসেবে এই প্রাইসে সকল সার্ভিস ওয়ারেন্টি ও সাপোর্টসহ সেরা হবে আপনার জন্য।

Add Comment

Skip to toolbar