৫টি গুরুত্বপূর্ণ বিষয় ল্যাপটপ কেনার আগে দেখে নিবেন

দিন দিন নতুন নতুন ফিচার নিয়ে আসছে ল্যাপটপ কোম্পানি গুলি আর আমরা এত ফিচারের ভিড়ে অসহয়বোধ করি কোনটি ছেড়ে কোনটি কিনবেন তা নিয়ে। আজকে আমি আলোচনা করছি কি কি পয়েন্ট যাচাই বাছাই করে ল্যাপটপ বাছাই করতে হয়। 

ল্যাপটপ সাইজ 

আপনি ল্যাপটপ কিনার সময় ল্যাপটপের সাইজ দেখে কিনবেন যেমন প্রেজেন্টেস দেয়ার জন্য ছোটো স্ক্রীনের ও বাসা বা অফিসের দৈনন্দিন কাজের জন্য বড় সাইজের স্ক্রীনের  ল্যাপটপ কিনা ভাল।

ওজন 

 ল্যাপটপ সাধারনত কম ওজনের দেখে কিনা ভাল। যত কম ওজনের হবে আপনার বহন করতে সুবিধা হবে। 

ল্যাপটপ স্টোরেজ 

আপনার ল্যাপটপ দেখুন কত জিবি হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি আছে । অপটিক্যাল ড্রাইভ ব্যবহার করা যাবে কিনা তা লক্ষ্য রাখুন। আপনি যদি ক্লাউড ড্রাইভ ব্যবহার করেন বা স্বল্প স্টোরেজ হলে আপনার কাজ হয় তাহলে আপনার এসএসডি  সম্বলিত ল্যাপটপ কিনুন। আপনি যদি মুভি গান ইত্যাদি দেখেন তাহলে বেশি হার্ড ডিস্ক ড্রাইভ সম্বলিত ল্যাপটপ কিনুন।

ফিচার

ল্যাপটপ কি জন্য কিনবেন তার প্রতি লক্ষ্য রেখে ল্যাপটপ কিনুন। দেখুন আপনার কাজের জন্য কোন প্রসেসর ভাল হবে যার কোর ও থ্রেড কতটি হলে ভাল হয়।প্রসেসর কোন সিরিজের তার দিকে খেয়াল রাখা জরুরি। প্রসেসরের ক্লক স্পিড প্রতি লক্ষ্য রাখুন, প্রসেসরের ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ বা এর বেশি হলে ভালো হয়।  

র‍্যাম কত জিবি হলে ভালো হবে তা জানুন। র‍্যাম এর ভার্সন কি, বাস স্পিড কত? এক্সট্রা র‍্যাম লাগানো যাবে কিনা, গেলে কত জিবি র‍্যাম বাড়ানো যাবে এই ব্যাপারগুলির প্রতি লক্ষ্য রাখুন। 

মনিটর  রেজ্যুলেশনের দিকে লক্ষ্য করুন যদি আপনি গ্রাফিক্স, ভিডিও এডিটিং, গেমস এই সব জন্য ল্যাপটপ কিনুন। দেখুন গ্রাফিক্স কার্ড এক্সট্রা লাগাতে পারবেন কিনা। 

ব্র্যান্ড

ল্যাপটপ কিনার সময় ব্র্যান্ড বিবেচনা একটি খুবই জরুরী একটি ধাপ কারন সব ব্র্যান্ডের ল্যাপটপ ভাল সার্ভিস দেয় না। ওয়ারেন্টি দেখে ল্যাপটপ কিনুন। ডেল, এইচপি, লেনোভো, আসুস, এসার, অ্যাপেল ইত্যাদি  পরিচিত ব্র্যান্ডের ল্যাপটপ কিনুন । ডিলার ও খুচরা বিক্রেতার কাছ থেকে ল্যাপটপ কেনার আগে তাদের বিক্রয় পরবর্তী সেবা সম্পর্কে জানুন।  যদি ফ্রি কোন গিফট বা অফার থাকে তা দিবে কিনা জেনে নিন। কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড, চার্জার, ব্যাগ ইত্যাদি আনুষঙ্গিক জিনিসপত্র যা আপনার ল্যাপটপের সঙ্গেই পাচ্ছেন তা বুঝে নেবেন।অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত ই-কমার্স ছাড়া আপনার ল্যাপটপটি কিনুন।  

পরিশেষে ল্যাপটপ কিনার সময় দাম বিবেচনা করুন ও গুগল সার্চ করুন Laptop Price in Bangladesh তারপর আপনি দাম জানুন। তারপর ল্যাপটপ কিনুন । ল্যাপটপ কিনার আগে কল করে আপনি ফ্রী কনসালটেন্সি নিতে পারেন  +8809638442121 +8809604442121। লিখাটি কেমন লাগলো জানতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে । 

 

Add Comment

Skip to toolbar