কেমন আছেন আপনারা, আশা করি ভাল। আজ অনেক দিন পর এলাম আপনাদের কাছে। আমি জানিনা এটা নিয়ে এর আগে এখানে লেখা হয়েছে কিনা বা এই টিউনটি কারও সাথে মিলে যাচ্ছে কিনা। যদি তা হয়ে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী।
Laptop wifi দিয়ে wifi zone বানিয়ে ফেলুন
এবার কাজের কথায় আসি। ল্যাপটপের ওয়াই ফাই দিয়ে ওয়াই ফাই জোন বানাতে হলে আপনার যা যা লাগবে তা নিচে দিয়ে দিলাম।
১) ওয়াই ফাই আছে এমন একটি ল্যাপটপ
২) একটি Active Internet connection যা আপনার ল্যাপটপের সাথে ওয়াই ফাই এর মাধ্যমে যুক্ত না। ( ওয়াই ফাই ডিভাজটি ফ্রি থাকতে হবে)
৩) Hot Fix, (http://www.mediafire.com/?prmtzdq6km5kok8)
আসুন এবার শুরু করা যাক ( এখানে আমি windows 7 এ দেখালাম)
প্রথমে আপনার ল্যাপটপটি ইন্টারনেটের সাথে যুক্ত করুন এবং ওয়াই ফাই অন করুন। Hot Fix টি ডাউনলোড ও ইনস্টল করুন।
# এবার start এ গিয়ে CMD লিখুন এবং চলে এলে Run as administration ক্লিক করুন নিচের ছবির মত
এবার একটি কমান্ড স্ক্রিন আসবে।
# netsh wlan set hostednetwork mode=allow ssid=baky1234 key=1234567890 কমান্ড দিন এবং Inter চাপুন।
# সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ইমেজের মত একটি স্ক্রিন আসবে।
# এবার এটিকে মিনিমাইজ করে রাখুন।
# এবার চলে যান Control Panel\All Control Panel Items\Network and Sharing Center এ , এবং আপনার ইন্টারনেট কানেকশন নামটি মনে রাখুন।
# এবার সেই মিনিমাইজ করা উইন্ডো টি ওপেন করুন এবং netsh wlan start hostednetwork কমান্ডটি দিয়ে Enter চাপুন।
# সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ইমেজের মত একটি স্ক্রিন আসবে।
# এবার এটিকে মিনিমাইজ করে রাখুন।
# এখন আবার চলে যান Control Panel\All Control Panel Items\Network and Sharing Center এ, এবং নিটের ছবির মত শেয়ারিং সেট করে দিন Wireless Network Connection এ। টিক চিন্হ দুটো দিয়ে দিন নিচের ছবির মত। হয়ে গেলে OK দিয়ে বেরিয়ে আসুন।
এবার ব্যাবহার করুন আপনার wifi zone. তবে একটি ব্যাপার আপনার ল্যাপটপটি বন্ধ করে দিলে এটি আবার করতে হবে। তবে এক্ষেত্রে শুধু কমান্ড দিলেই চলবে।