ব্রাউজারে পাসওয়ার্ড সেইভ করে রাখেন? জেনে নিন কী বিপদ হতে পারে

করোনা মহামারির পর থেকেই পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। আর এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে পূর্বের তুলনায় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে ডেটা চুরির ঘটনা। ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট, ইনফরমেশন সবই চলে যাচ্ছে সাইবার অপরাধীদের হাতে।

সবচেয়ে ভয়াবহ বিষয় একবার যদি এই ধরনের ম্যালওয়ার আমাদের মেশিনে ঢুকে যায় তবে ক্রেডিট কার্ডের ডিটেলস থেকে শুরু করে লগ ইন ডিটেলস সবই অপরাধীদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে আমাদের ‘অটোকমপ্লিট পাসওয়ার্ড’ সবচেয়ে বেশি ঝুঁকি বাড়িয়ে তোলে! এই কারণেই যারা নিজেদের প্রয়োজনীয় অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুগলে সেইভ করে রাখেন তাদের অতি দ্রুত পাসওয়ার্ড বদলে নেয়া প্রয়োজন।

ব্যবহারকারীরা অনেক সময়ই অনেক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে চান না বলে ব্রাউজারের ওপর ভরসা করেন। সম্প্রতি ২০২১ সালে প্রায় ৪৪১,০০০টি চুরি যাওয়া অ্যাকাউন্টস থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে।

কীভাবে জানা যাবে ডেটা চুরি হয়েছে কিনা? যদি ব্যবহারকারী জানতে চান তার ডেটা সাম্প্রতিক কালে চুরি হয়েছে কি না, তাহলে তিনি https://haveibeenpwned.com ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইট প্রতি মুহূর্তে আমাদের ডেটা আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় ডেটা কোনো ভাবে হস্তান্তরিত বা চুরি হয়েছে কিনা।

কীভাবে তাহলে সুরক্ষিত রাখা যাবে নিজের ডেটা? বিভিন্ন আইটি ফার্ম ইতোমধ্যেই তাদের কর্মকর্তা ও কর্মীদের নির্দেশ দিয়েছে যাতে তারা কোনো মতেই অ্যাকাউন্টস বা ভিএনপি পাসওয়ার্ড অটোসেভ করে না রাখে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ‘জোকার’ ম্যালওয়ারের খোঁজ পাওয়া গিয়েছে। তাই গুগল থেকেও ব্যবহারকারীদের কোনো ধরনের অ্যাপ ডাউনলোডের সময় ও ব্যবহার করার সময় সতর্ক থাকার কথা বলা হয়েছে।

Add Comment

Skip to toolbar